• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    আমরা সেরাদের হারিয়েছিঃ গার্দিওলা

    আমরা সেরাদের হারিয়েছিঃ গার্দিওলা    

    ম্যাচের আগেই বলেছিলেন, এটা হবে সিটির জন্য ফাইনালের সমান। জয়টা কত গুরুত্বপূর্ণ সেটা পেপ গার্দিওলার কথা শুনেই বোঝা গিয়েছিল। শেষ পর্যন্ত আগের পাঁচবারের হতাশা ভুলে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ‘বিশ্বের সেরা ক্লাব’ বার্সাকে হারাতে পেরে সন্তুষ্ট সিটি কোচ।

     

    ম্যাচে অবশ্য এগিয়ে গিয়েছিল বার্সাই। মেসির গোলের পর মনে হচ্ছিল আবারো হয়ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হবে গার্দিওলাকে। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিটি। দলের এই সাফল্যে দারুণ খুশি সিটি কোচ, “আমি দলের পারফরম্যান্সে দারুণ খুশি। এই প্রথমবার বিশ্বের সেরা দলকে হারালাম আমরা। বার্সা শুরুর ৩৮ মিনিট ভালো খেলেছিল, আমাদেরও অনেক সমস্যা ছিল। কিন্তু তবুও আমরা ঘুরে দাঁড়িয়েছি।”

     

    গুন্ডোগানের গোলে সমতায় ফেরে সিটি। ওই গোলটাই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মানছেন গার্দিওলা, “ওই একটা গোল ম্যাচের চিত্র পাল্টে দিয়েছে। আমাদের ফুটবলাররা বুঝতে পেরেছিল ম্যাচে তাঁদের হতাশাজনক সময়টা কেটে গেছে। দ্বিতীয়ার্ধে আমরা বার্সাকে চাপে রাখতে পেরেছি, ডিফেন্ডাররাও প্রতিপক্ষকে রুখে দিয়েছে। আমাদের পাল্টা আক্রমণও অসাধারণ হয়েছে। এই জয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।”

     

    এই জয়ে বার্সার সাথে ব্যবধান দুইয়ে নামিয়ে আনলো সিটি। ৪ ম্যাচ শেষে বার্সার পয়েন্ট ৯, সিটির ৭। মনশেনগ্লাডবাচ-সেল্টিক ম্যাচটি ড্র হওয়ায় ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো জার্মানরা।