• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বদলি করায় ক্ষুব্ধ রোবেন

    বদলি করায় ক্ষুব্ধ রোবেন    

    তখনও বাকি ২৬ মিনিট, ম্যাচে ১-১ এ সমতা। হঠাৎ করেই একসাথে দুজন খেলোয়াড়কে বদলি করার ঘোষণা এলো বায়ার্ন মিউনিখের ডাগআউট থেকে। বদলি হওয়ার দুজনের মাঝে ছিলেন আরিয়েন রোবেনও। কোচ কার্লো আনচেলোত্তির এই সিদ্ধান্ত একেবারেই ভালো চোখে দেখেননি এই ডাচ উইঙ্গার, বদলি হওয়াতে হতাশ তিনি।

     

    ম্যাচের ১৪ মিনিটেই আরিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল পিএসভি। ৩৪ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান রবার্ট লেভান্ডস্কি। এরপর আর কোনভাবেই গোল আসছিল না। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে ডগলাস কস্তাকে নামিয়ে রোবেনকে তুলে নেয়ার সিদ্ধান্ত নেন কোচ। ম্যাচের ওরকম গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে তুলে নেয়ার সিদ্ধান্তে হতাশ রোবেন, “খুবই হতাশাজনক ছিল ব্যাপারটা।  এরকম একটা ম্যাচে আপনি পুরো ৯০ মিনিটই খেলতে চাইবেন। আমি একটু হতাশ, সাথে একটু ক্ষুদ্ধও।”

     

    রোবেনের ধারনা আনচেলোত্তির হয়ত তাঁর ফিটনেস নিয়ে ভাবছিলেন, “আমার মনে হয় তিনি অন্যভাবে চিন্তা করছিলেন ওই সময়ে। মনে হয় আমার ফিটনেস নিয়ে ভাবছিলেন, কিন্তু আমি সুস্থই ছিলাম।”

     

    যদিও আনচেলত্তি নিজের এই সিদ্ধান্তের সাফাই গেয়েছেন, “পুরো ব্যাপারটাই ছিল শারীরিক ইস্যু। আমি দুজন নতুন উইঙ্গার নামিয়ে আরও বেশি চাপে রাখতে চেয়েছিলাম প্রতিপক্ষকে। রোবেন ভালো খেলেছে, কিন্তু সে কিছুদিন আগেই ইনজুরি থেকে ফিরেছে। এজন্যই কোনো ঝুঁকি না নিয়ে তাঁকে বদলি করেছিলাম।”

     

    শেষ পর্যন্ত লেভান্ডস্কির জোড়া গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। ৯ পয়েন্ট নিয়ে ডি গ্রুপের দ্বিতীয় স্থানে আছে তাঁরা, ১২ পয়েন্ট শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এই দুই দলই নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় পর্বের টিকিট।