• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নিজেকেই দায়ী করছেন জিদান

    নিজেকেই দায়ী করছেন জিদান    

    সুযোগ ছিল গ্রুপের শীর্ষে ওঠার। লেগিয়ার বিপক্ষে দর্শকশূন্য মাঠে  ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে। এই ফলাফলের জন্য নিজেদেরকেই দুষছেন মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। সবক্ষেত্রেই কিছু না কিছু কমতি ছিল বলেই জানিয়েছেন ম্যাচশেষে।

     

    ৩৫ মিনিটের মাঝেই বেল, বেনজেমার গোলে ২-০ তে এগিয়ে যায় মাদ্রিদ। তবে এরপরই খেই হারিয়ে ফেলেছিল রোনালদোরা। এই সুযোগেই রিয়ালের জালে ৩ গোল দেয় লেজিয়া। তবে এক্ষেত্রে নিজেদেরকেই দোষারোপ করছেন জিদান, “আমাদের সবকিছুতেই একটু একটু কমতি ছিল। বিশেষ করে আমাদের জয়ের ক্ষুধার অনেক ঘাটতি ছিল। যখন আপনি ২-০ গোলে এগিয়ে যাবেন তখন আরও বেশি ভাবতে হবে। আমরা সেটা করিনি, তাদেরকে অনেক বেশি জায়গা দিয়েছি মাঠে।”

     

    এই ফলাফলের জন্য নিজেকেও সমানভাবে দায়ী করেছেন জিজু, “যা হয়েছে সেটার জন্য আমিই দায়ী। তাঁরা যখন নিজেদের প্রথম গোলটা করল, তখন থেকেই খেলার পরিস্থিতি পাল্টে গিয়েছিল। আমাদের ইচ্ছা এবং জয়ের ক্ষুধা দুটোই ভয়ানকভাবে কমে গিয়েছিল।”

     

    গ্রুপের শীর্ষে এখন বরুসিয়া ডর্টমুন্ড। পরিস্থিতি মাদ্রিদের অনুকূলে নেই বলে জানালেন জিদান, “এই ফলাফলে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করাটা কঠিন হয়ে গেলো। আমরা শেষ পর্যন্ত ম্যাচটা হারিনি, এটা স্বস্তির বিষয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ ছিল এটি।