• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বদলী বেনজেমাই জেতালেন রিয়ালকে

    বদলী বেনজেমাই জেতালেন রিয়ালকে    

    ম্যাচের তখন ৮৭ মিনিট। ভারানের গোলের পর সিলভার পেনাল্টিতে খেলায় ১-১ গোলের সমতা। হঠাৎই প্রতিপক্ষের অর্ধে এগিয়ে এসে ক্রস করলেন সার্জিও রামোস। চমৎকার ক্রসটিতে মাথা ছুইঁয়ে রিয়ালকে আবারো লিড এনে দিলেন বেনজেমা। রিয়ালের বিপক্ষে আবারো শেষদিকে গোল খেয়ে কপাল পুড়লো স্পোর্টিংয়ের। ভারান, বেনজেমার গোলে স্পোর্টিংকে ২-১ গোলে হারালো রিয়াল।

    ম্যাচের শুরু থেকেই পাদপ্রদীপের আলোটা ছিল রোনালদোর উপরই। এই স্পোর্টিং লিসবনেই যে ক্যারিয়ারটা শুরু হয়েছিল পর্তুগীজ যুবরাজের! কিন্তু এই ম্যাচেও গোলের দেখা পাননি রোনালদো। ফলশ্রুতিতে চ্যাম্পিয়ন্স লিগে গোলের 'সেঞ্চুরি'র অপেক্ষাটা বাড়লো আবারো। গোল না পেলেও প্রথম গোলের অ্যাসিস্ট রোনালদোরই। আর তাতেই ছোট্ট আরেকটা রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ! এই অ্যাসিস্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্ট এখন রোনালদোরই (৩০
    )।  ২৯ মিনিটে মদ্রিচের কর্ণারে রোনালদোর ফ্লিক থেকেই স্পোর্টিং জালে বল জড়ান ভারান। এই মৌসুমে এটি ছিল ভারানের তৃতীয় গোল। এর মিনিট তিনেক পরেই সমতায় ফিরতে পারতো স্পোর্টিং। ব্রুনো সিজারের শট দুর্দান্তভাবে হেড করে ক্লিয়ার করেন রামোস। ০-১ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়েন বেল। ক্লাসিকোর মাত্র দিন দশেক আগে ওয়েলশ তারকার ইঞ্জুরি নি:সন্দেহে জিদানের কপালের ভাঁজের কারণ হয়ে দাঁড়াবে। ৬৪ মিনিটে কোভাচিচকে ধাক্কা দেওয়ার কারণে লাল কার্ড দেখেন পেরেইরা।



    ৮০ মিনিটে কোয়েন্ত্রাওয়ের ভুলে পেনাল্টি পায় স্পোর্টিং। গোল করে দলকে সমতায় ফেরান আদ্রিয়ান সিলভা। গোল খেয়ে দিশেহারা রিয়ালকে বাঁচান রামোস ও বেনজেমা। ৮৭ মিনিটে কাপ্তান রামোসের ক্রসে হেড করে রিয়ালকে ফের লিড এনে দেন এই ফরাসি স্ট্রাইকার। বদলী হিসেবে নেমে এটি ছিল বেনজেমার ৭ম গোল, যা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে যৌথ সর্বোচ্চ (ওলে গানার সোলশার)। এই জয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকলো রিয়াল।

    গ্রুপের অপর ম্যাচে পিছিয়ে পড়ে লেজিয়াকে ৮-৪ গোলে বিধ্বস্ত করেছে ডর্টমুন্ড, যা ইউসিএল ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড। ম্যাচডে ৫ শেষে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডর্টমুন্ড। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। শেষ ষোলতে জায়গা করে নিয়েছে উভয় দলই। গ্রুপের শীর্ষে উঠতে হলে ম্যাচে জিততেই হবে রিয়ালকে, আর হার এড়ালেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ডর্টমুন্ড।