• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    লক নেস দানবের সঙ্গে মেসির তুলনা!

    লক নেস দানবের সঙ্গে মেসির তুলনা!    

    প্রতিপক্ষ রক্ষণভাগের কাছে বরাবরই তিনি আতংকের নাম। মাঠে নামার আগে তাঁকে থামানোর জন্যই আলাদাভাবে ছক কষেন কোচরা। নিজের ক্যারিয়ারে বহু বিশেষণে ভূষিত হয়েছেন। কিন্তু গতকাল মেসির তুলনা করা হয়েছে রূপকথার দানবের সাথে!

     

    স্কটল্যান্ডের নেস লেকের ‘লক নেস দানবের’ কথা হয়তো অনেকেরই জানা। বহুকাল ধরেই অজানা এই দানবের কথা লোকমুখে শুনে আসছে বিশ্ববাসী। যদিও কখনো পুরোপুরি দেখা পাওয়া যায়নি এটার। এবার সেই দানবের সাথেই মেসিকে তুলনা করেছেন এক সাংবাদিক।

     

    চ্যাম্পিয়নস লিগের বার্সেলোনা-সেল্টিক ম্যাচের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছেলেন সেল্টিক কোচ ব্রেন্ডান রজার্স। মেসি জাদুতে ২-০ তে ম্যাচ হেরে খুব একটা ভালো মেজাজে ছিলেন না সেটা বলাই বাহুল্য! তখনই হুট করেই এক সাংবাদিক বলে উঠলেন, “আপনি তো স্কটল্যান্ডের নেস লেকের দানবের কথা শুনে থাকবেন। আপনার কী মনে হয়, এটা সত্যি নাকি ফুটবলার হিসাবে মেসি সত্যি?”

     

    প্রশ্নটা তাঁকে খোঁচা মেরেই করা হয়েচে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন রজার্স। জবাবটাও কৌশলেই দেন, “আমি বিশ্বাস করতে পারছি না আপনি এই প্রশ্নটা করেছেন! আমি নেস দানবের ব্যাপারে খুব একটা জানিনা। তবে এটা জানি মেসি দারুণ একজন ফুটবলার। আপনার প্রশ্নটি আমার জীবনে শোনা সবচেয়ে খারাপ প্রশ্ন!”