রেফারিং করে সংসদ থেকে বরখাস্ত?
রোম যখন জ্বলছিল, নিরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। আর ডগলাস রস যখন রেফারিং করছিলেন, তখন স্কটল্যান্ড সংসদে তাঁকে বরখাস্ত করার দাবি উঠেছিল। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে স্পোর্টিং লিসবনের ম্যাচে সহকারী রেফারির দায়িত্ব পালন করছিলেন স্কটল্যান্ডের রস। কিন্তু ওই কাজের জন্য এখন স্কটিশ সংসদে নিজের চাকুরি খোয়াতে পারেন।
রেফারির দায়িত্ব পালন করলেও রসের মূল চাকুরি সেটি নয়। এমনিতে তাঁর পেশা রাজনীতি। স্কটিশ সংসদে তিনি রক্ষণশীল দলের প্রতিনিধি। চ্যাম্পিয়নস লিগের ম্যাচ পরিচালনা করতে যখন লিসবনে যেতে হয়েছিল, ওই সময় স্কটল্যান্ডে চলছিল সংসদের গুরুত্বপূর্ণ অধিবেশন। নিজ এলাকার প্রতিনিধি হিসেবে সেখানে হাজির থাকার কথা ছিল রসেরও। কিন্তু চ্যাম্পিয়নস লিগের দায়িত্বের জন্য ওই সময় থাকতে পারেননি সেখানে। কিন্তু অন্য প্রতিনিধিরা ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি। রসকে তাই বরখাস্ত করার আহবান জানিয়েছেন। শুধু ওই সংসদই, স্থানীয় কাউন্সিএর জরুরি একটা সভাতেও থাকতে পারেননি।
এমন কাজ অবশ্য রসের এবারই প্রথম নয়। এর আগেও রেফারিংয়ের কোর্স করতে গিয়ে একবার সংসদের অধিবেশনে থাকতে পারেননি। এই কাজের জন্য বছরে প্রায় ৪০ হাজার পাউন্ড পান তিনি। এবার সেই রুটিরুজির পথটা বোধ হয় বন্ধই হয়ে গেল!