“ স্বরূপে রোনালদো”
মাঠে খারাপ আচরণের দায়ে দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরে এসেও নিজেকে যেন ঠিক মত মেলে ধরতে পারছিলেননা ক্রিস্টিয়ানো রোনালদো। অবশেষে গত রাতে চ্যাম্পিয়নস লীগে শালকে ০৪’র বিরুদ্ধে গোল করে পূর্বের চেহারাই যেন ফেরত আসলেন রোনালদো। এমনটাই মনে করছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলেত্তি।
ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে গত রাতে জার্মান ক্লাব শালকে ০৪’র মাঠে আতিথেয়তা নিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ২৬ মিনিটেই গোল করে দলের পক্ষে জয়ের দার খুলেন সিআর৭। এরপর ৭৯ মিনিটে মারসেলোর গোলে ২-০ ব্যবধানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে এক গ্যালাক্টিকোসরা।
ম্যাচ শেষে বরাবরের মতই শিষ্যের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ “ রোনালদো ভাল করেছেন। সে গোল পেয়েছেন এবং অ্যাসিস্ট করেছেন”। এছাড়া কঠিন সময় যে পার করে এসেছেন সেই কথারও সহজ স্বীকারোক্তি তার মুখে “ আমি খুশি। বিশেষত লা লিগায় খারাপ সময় অতিবাহিত করার পর খেলোয়াড়রা নিজেদের সব কিছু ঢেলে দিয়েছেন। সব কিছু পরিকল্পনা মাফিক হয়েছে”। আর খেলায় প্রতিপক্ষ যে যথেষ্ট ভাল করেছে , সেই বিষয়েও সন্দেহ নেই এই ইতালিয়ানের।
এছাড়া মারসেলোর গোলেও নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন আনচেলোত্তি “ আমি মাঠেই গোলটি উদযাপন করলাম। কারণ তার ডান পায়ের গোলে আমারা সচরাচর অভ্যস্ত নই ”।
দুই দলের মধ্যকার ফিরতি লেগের খেলা হবে আগামী মাসের ১০ তারিখে সান্তিয়াগো বার্নাব্যুতে।