'বল পাসিংয়ে' বার্সেলোনার নতুন রেকর্ড
পেপ গার্দিওলার সময় থেকেই ‘টিকিটাকা’ ফুটবল দিয়ে বিশ্বকে মুগ্ধ করে রেখেছিল বার্সেলোনা। বলের পজিশন ধরে রাখাতে ইনিয়েস্তা, জাভিদের কোন তুলনাই ছিল না। গার্দিওলার বিদায়ের পর কিছুটা হলেও পরিবর্তন এসেছে বার্সার খেলার ধরনে। তবে গতকাল আবারো দেখা পাওয়া গেলো কাতালানদের পুরনো সেই রূপ। বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচে ৯৯৩ টি পাস দিয়ে চ্যাম্পিয়নস লিগে নতুন রেকর্ড গড়েছে মেসির দল।
ইনজুরি থেকে ফিরে ইনিয়েস্তা গত ম্যাচেই প্রমাণ করেছিলেন, এখনো ফুরিয়ে যাননি। কালকের ম্যাচেও তাঁর জাদুকরি পাসিং মুগ্ধতা ছড়িয়েছে। আন্দ্রে গোমেজের সাথে তাঁর বল আদান প্রদান হয়েছে ২৪৬ বার! হাভিয়ের মাসচেরানো পাস দিয়েছেন ১৩৮ বার। সব মিলে মেসিরা একে অন্যকে বল দিয়েছেন ৯৯৩ বার, ২০০৩-০৪ মৌসুমের পর থেকে এটিই সর্বোচ্চ।
লুইস এনরিকে দায়িত্ব নেয়ার পর অনেকটাই বদলে গিয়েছে বার্সার খেলার ধরন। কাতালান ফুটবলারও কিন্তু ওই ‘টিকিটাকা’তেই এখনো মজে আছেন। ডিফেন্ডার জেরার্ড পিকে এল ক্লাসিকো পর এরকমটাই বলেছিলেন, “আমরা যদি নিজেদের খেলার ধরনটা ফিরিয়ে আনতে পারি, তাহলে আমরা অবশ্য ঘুরে দাঁড়াবো। আগের মতো অপ্রতিরোধ্যও হয়ে উঠবো।”
এর আগে মৌসুমের শুরুর দিকে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে বার্সা গোলকিপার টের স্টেগেন ৬২ পাসের ভিতর ৫১ টি সফল পাস দিয়ে লা লিগায় নতুন রেকর্ড গড়েছিলেন।