লেস্টারের লজ্জা এবং সেভিয়ার "সৌভাগ্য"
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল নিশ্চিত হয়ে গিয়েছিল আরও আগেই। পোর্তোর সঙ্গে শেষ ম্যাচটা লেস্টার সিটির জন্য শুধুই ছিল নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচেই লেস্টার এমন বিধ্বস্ত হবে কে জানত? পোর্তোর কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। তবে শেষ ষোলোতে উঠে একটা রেকর্ড হাতছাড়া হয়ে গেছে সেভিয়া, টানা চতুর্থবারের মতো ইউরোপা লিগ আর জেতা হল না!
আগেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে, নিয়মিত একাদশের বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়েছিলেন ক্লদিও রানিয়েরি। পোর্তোর সঙ্গে হেরে গেছে তো বটেই, সেই হার এর চেয়ে শোচনীয় বোধ হয় আর হতে পারত না। ইংলিশ কোনো দলই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এর চেয়ে বড় ব্যবধানে হারেনি।
টটেনহামের জন্য ম্যাচের প্রেক্ষাপট একটু অন্যরকম। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, সিএসকে মস্কোর সঙ্গে ম্যাচটা ছিল শুধুই সম্মানের। ৩-১ গোলে জিতে সেটা ভালোমতোই রেখেছে টটেনহাম, ইউরোপা লিগও নিশ্চিত হয়েছে সেই সঙ্গে। জোড়া গোল করেছেন ডেলে আলি, হ্যারি কেন পেয়েছেন আরেকটি গোল।
লিঁওর সঙ্গে ম্যাচে সেভিয়া সমীকরণটা সহজ ছিল। হেরে না গেলেই পরের পর্বে ওঠার টিকেট মিলে যাবে। গোলশূন্য ড্র করে সেই শর্ত ভালমতোই পূরণ করেছে সেভিয়া। সেই সঙ্গে "ছিটকে" পড়েছে ইউরোপা লিগ থেকেও। তার মানে টানা চতুর্থবারের মতো ইউরোপা লিগ আর জেতা হবে না।
জুভেন্টাসের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা আগেই একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল। পরে ডায়নামো জাগরেবকে ২-০ গোলে হারিয়ে সেটি পুরোপুরি নিশ্চিত করেছে জুভরা।