চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬: কার সমীকরণ কেমন?
কেমন হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র। আপাতদৃষ্টিতে শীর্ষস্থানটা হাতছাড়া হয়ে যাওয়ায় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ যেমন হতাশ হতে পারে। কিন্তু দ্বিতীয় হওয়াটা দুই ক্লাবের জন্য আবার শাপেবরও হতে পারে। আবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও আর্সেনালকে আগের বারের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখিও হতে পারে।
রিয়াল মাদ্রিদের কথাই ধরুন। গ্রুপে দ্বিতীয় হওয়ায় পরের পর্বে তাদের প্রতিপক্ষ প্রথম হওয়া কোনো ক্লাব। আবার বার্সেলোনা ও অ্যাটলেটিকো স্প্যানিশ বলে তাদেরও মুখোমুখি হতে হবে না। সেক্ষেত্রে রিয়ালের প্রতিপক্ষ হতে পারে আর্সেনাল, নাপোলি, মোনাকো, জুভেন্টাস বা লেস্টারের যে কেউ। কাজটা অবশ্যই সহজ হবে না, তবে রিয়াল আশ্বস্ত হতে পারে অন্তত বায়ার্ন, পিএসজি বা ম্যান সিটির মুখোমুখি হতে হবে না।
একই কথা প্রযোজ্য বায়ার্নের জন্যও। রিয়াল মাদ্রিদ তো বটেই, তাদেরও পিএসজি বা ম্যান সিটির মুখোমুখি হতে হবে না। আবার একই গ্রুপে থাকায় প্রতিপক্ষ নয় অ্যাটলেটিকোও। সেক্ষেত্রে আপাতত বার্সেলোনাকে এড়াতে পারলেই কার্লো আনচেলত্তির দল স্বস্তির নিঃশ্বাস ফেলবে। পিএসজি-সিটিরও একইভাবে অন্তত রিয়াল বা বায়ার্নকে পেতে হচ্ছে না।
আর্সেনাল সমর্থকেরা প্রতিবারই হাপিত্যেশ করেন, চ্যাম্পিয়নস লিগে তাদের দ্বিতিয় রাউন্ডেই কঠিন প্রতিপক্ষের সঙ্গে দেখা হয়ে যায়। এবার গ্রুপ শীর্ষ থেকে ওঠার পরও সেই সম্ভাবনা বরং বেড়ে যেতে পারে। রিয়াল মাদ্রিদ বা বায়ার্ন যে প্রতিপক্ষ হতে পারে শেষ ষোলোতে। সেভিয়াও সহজ প্রতিপক্ষ হবে না। বরং পোর্তো, বেনফিকা বা লেভারকুসেনকে পেলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবেন ওয়েঙ্গার।
বার্সেলোনারও যেমন দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন বা পিএসজির কাউকে প্রতিপক্ষ হিসেবে পেতে পারে। এই দুই দলের সঙ্গেই গত কয়েক বছরে বেশ কয়েকবার দেখা হয়েছে বায়ার্নের। এবারও কি সেরকম কিছু হবে? নাকি পোর্তো, বেনফিকা, লেভারকুসেনের কাউকে পাবে?
এক নজরে শেষ ১৬
গ্রুপ চ্যাম্পিয়ন: বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল, লেস্টার সিটি, ডর্টমুন্ড, নাপোলি, মোনাকো, জুভেন্টাস
রানার্স আপ: রিয়াল মাদ্রিদ, সেভিয়া, ম্যান সিটি, পিএসজি, বায়ার্ন মিউনিখ, লেভারকুসেন, পোর্তো, বেনফিকা