চ্যাম্পিয়নস লিগের ড্র: কার পরীক্ষাটা সবচেয়ে কঠিন?
গত কয়েক বছরেই একরকম সাজানো চিত্রনাট্যের মতো হয়ে গেছে ব্যাপারটা। গ্রুপে দ্বিতীয় হয়ে শেষ ষোলোতে উঠে কঠিন প্রতিপক্ষের সামনে পড়তে হবে আর্সেনালকে। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই উঠল, কিন্তু এবারও সামনে কঠিন প্রতিপক্ষ। আর্সেনালকে যে আবারও বায়ার্ন মিউনিখের সামনে পড়তে হচ্ছে।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র আরও কয়েকটা পরিচিত প্রতিপক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। গত মৌসুমেই গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল পিএসজি-বার্সা। তার আগের মৌসুমে দেখা হয়েছে কোয়ার্টার ফাইনালে। এর আগেও নিয়মিত দেখা হয়েছে দুই দলের, তবে বার্সাই বেশি স্বস্তিতে থাকবে। এই দুই দলের সর্বশেষ নয় দেখার শুধু দুইটি ম্যাচেই হেরেছে বার্সেলোনা।
বায়ার্নের সঙ্গে আর্সেনালের লড়াইটাও রোমাঞ্চকরই হবে। দুই দলের মুখোমুখি সর্বশেষ ১০ ম্যাচে পাঁচটিতে জিতেছে বায়ার্ন, আর্সেনাল জিতেছে তিনটিতে। তবে সর্বশেষ তিন নকআউট পর্বের দেখায় আর্সেনালকে হারিয়ে পরের রাউন্ডে গেছে বায়ার্ন। রিয়াল মাদ্রিদের সঙ্গে নাপোলির দেখা হয়েছিল সেই ১৯৮৭ সালে, সেবার অবশ্য শেষ হাসি হেসেছিল রিয়ালই। তবে লেস্টার-সেভিয়া বা ম্যান সিটি-মোনাকোর এই প্রথম দেখা হচ্ছে চ্যাম্পিয়নস লিগে। আর বেনফিকার চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে বড় পরাজয়টা ডর্টমুন্ডের সঙ্গে, সেই ১৯৬৪ সালে। তখন অবশ্য নামটা ছিল চ্যাম্পিয়নস কাপ।
এক নজরে শেষ ষোলোর ড্র