• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    ম্যারাডোনার হয়ে প্রতিশোধ নেবেন স্ট্রিনিচ

    ম্যারাডোনার হয়ে প্রতিশোধ নেবেন স্ট্রিনিচ    

    চ্যাম্পিয়নস লিগের ষোলোতে নাপোলির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। সেই খেলা শুরু হতে বাকি আরও দু'মাস। মাঠের খেলা দেরীতে হলেও কথার লড়াই কিন্তু এখনই শুরু হয়ে গেছে দুই দলের! শুরুটা করেছেন নাপোলির ফুলব্যাক ইভান স্ট্রিনিচ। তবে নিজেদের জন্যে নয়, ম্যারাডোনার হয়েই বদলা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

    নাপোলি-রিয়াল মাদ্রিদ সর্বশেষ একে অন্যের মুখোমুখি হয়েছিল প্রায় ২৯ বছর আগে। ১৯৮৭-১৯৮৮ মৌসুমে শেষবার একই প্রতিযোগিতার গ্রুপ পর্বে একে অপরের সাথে দেখা হয়েছিল দুই দলের। নাপোলির সেই দলের অধিনায়ক ছিলেন ম্যারাডোনা। বার্সেলোনা থেকে নাপোলিতে যোগ দেয়ার পর রিয়ালের বিপক্ষে ম্যারাডোনার প্রথম ম্যাচ নিয়ে উত্তেজনা ছিল আকাশচুম্বী। কিন্তু প্রথম লেগে বার্নাব্যুতে ২-০ গোলে হারার পর সেই উত্তেজনা অনেকটাই স্তিমিত হয়ে গিয়েছিল। আর  দ্বিতীয় লেগে ঘরের মাঠে রিয়ালকে ধরাশায়ী করার স্বপ্নও শেষ হয়ে গিয়েছিল ম্যারাডোনাবিহীন নাপোলির। দ্বিতীয় লেগ ড্র হয়েছিল ১-১ গোলে। সান পাওলোর সেই ম্যাচে  ইনজুরি আক্রান্ত হয়ে মাঠেই নামতে পারেননি ম্যারাডোনা। 

    ম্যারাডোনার হয়ে এবার সেই পুরোনো প্রতিশোধ নেবার কথা জানালেন স্ট্রিনিচ। "ম্যারাডোনার দুঃখটা পুষিয়ে দিতে চাই এবার। তিনি যা পারেননি নাপোলির হয়ে এবার সেটাই করে দেখাতে হবে আমাদের"- স্ট্রিনিচের কন্ঠে আত্মবিশ্বাস।

    তবে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে প্রতিশোধ নেয়াটা যে সহজ হবে না সেটাও স্বীকার করলেন স্ট্রিনিচ। "আমি জানি তারা খুবই ভালো দল। তবে আমরাও তাদের জন্য শক্ত প্রতিপক্ষ। গত কয়েক ম্যাচ ধরেই আমরা দারুণ খেলছি। যদি আগামী সপ্তাহেই রিয়ালের বিপক্ষে ম্যাচ হত, তাহলে হয়ত আমরাই জিততে পারতাম। কিন্তু এই লম্বা সময়ে অনেক কিছুই বদলে যেতে পারে"- এখনই ম্যাচের ফল নিয়ে অনুমান করতে চাচ্ছেন না ক্রোয়েশিয়ান এই লেফটব্যাক।  

    রিয়ালের বিপক্ষে ওই ম্যাচে রোনালদোই গড়ে দিতে পারেন দুই দলের পার্থক্য। তাই স্ট্রিনিচকে করা পরের প্রশ্নটাই ছিল রোনালদোকে নিয়ে কী ভাবছেন কি না তা নিয়ে। এর জবাবটা বেশ কূটনৈতিকভাবেই দিয়েছেন , "রোনালদো এক কথায় অসাধারণ! তবে মদ্রিচকে কীভাবে আটকানো যায় সেই প্রশ্নটাও করা উচিত ছিল আপনার!" রোনালদোর মতো ভয়ংকর হয়ে ওঠার ক্ষমতা আছে স্ট্রিনিচের স্বদেশী মদরিচেরও! অন্তত তেমনটাই মনে করেন তিনি।