ক্যাসিয়াসের সেরা একাদশে নেই কোনো মাদ্রিদ ফুটবলার!
নিজের দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন ১৬২টি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসেই তাঁর চেয়ে বেশি ম্যাচ আর কেউ খেলেননি। ক্যাসিয়াস এবার ঘোষণা করেছেন তার পছন্দের সর্বকালের সেরা চ্যাম্পিয়নস লিগ একাদশ। তবে আশ্চর্যজনকভাবে সেখানে নেই কোন মাদ্রিদ এবং স্প্যানিশ ফুটবলার!
একটা সময় ছিল, যখন মাদ্রিদ আর ক্যাসিয়াস হয়ে উঠেছিলেন একে অন্যের প্রতিশব্দ। কিন্তু শেষের দিকে এসে ব্রাত্য হয়ে পড়েন দলে, একটা সময় দল থেকে কান্নাভেজা হৃদয়ে বিদায় নেন। কিন্তু এতকিছুর পরেও বরাবরই বলে এসেছেন, মাদ্রিদই তাঁর আসল বাড়ি। অনেক রথী মহারথীদের সাথে খেললেও নিজের ঘোষিত সেরা একাদশে সতীর্থদের কাউকেই রাখেননি! এমনকি তাঁর দলে নেই মেসি-রোনালদোও!
সেরা একাদশে গোলকিপার হিসেবে ক্যাসিয়াস রেখেছেন জিয়ানলুইজি বুফনকে। দলের অন্যরা হলেন, পাওলো মালদিনি, ফ্রাঙ্কো বারেসি, ম্যাথিয়াস স্যামার, পাভেল নেদভেদ, রায়ান গিগস, পল স্কোলস, লোথার ম্যাথাউস, মার্কো ফন বাস্তেন এবং রুদ গুলিত।