• ফিফা ক্লাব বিশ্বকাপ
  • " />

     

    "ব্যালন ডি'অরে উপেক্ষিত স্প্যানিশরা"

    "ব্যালন ডি'অরে উপেক্ষিত স্প্যানিশরা"    

    গেল সপ্তাহেই মাদ্রিদ সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদো জিতেছেন নিজের চতুর্থ ব্যালন ডি'অর, মাদ্রিদ ক্যারিয়ারে তৃতীয়। বন্ধুর সাফল্যে দারুণ খুশি হলেও ব্যালন ডি'অরে স্পেনের খেলোয়াড়দের অবস্থান নিয়ে বেশ নাখোশ রিয়াল মাদ্রিদ অধিনায়ক। দাবি করেছেন, ব্যালন ডি'অর ভোটিংয়ে স্পেনের খেলোয়াড়দের যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয় না।

    ব্যালন ডি'অরের লড়াইতে সি-আর সেভেন হারিয়েছেন লা লিগা প্রতিদ্বন্দ্বী মেসি ও গ্রিজমানকে। এমনকি শীর্ষ ছয়ের প্রত্যেকেই স্পেনের ক্লাবগুলোর খেলোয়াড়। কিন্তু সেরা ত্রিশের চূড়ান্ত তালিকায় থাকা তিন স্প্যানিশ - সার্জিও রামোস, কোকে এবং আন্দ্রেস ইনিয়েস্তা কেউই কোনো ভোট পাননি। এটা অবাকই করেছে রামোসকে, 'ইনিয়েস্তা ব্যালন ডি'অরে একটিও ভোট পায়নি, এটা সত্যিকার অর্থেই অবাক করার মত ঘটনা। তবে আমি নিজে কোনো ভোট পাইনি বলে হতাশ নই।'' সাথে আন্দ্রেস ইনিয়েস্তা কিংবা রাউল গঞ্জালেসের মত তারকারা ঠিক কি কারণে কখনো ব্যালন ডি'অর জেতেনি, এটা নিয়ে রীতিমত বিস্ময় প্রকাশ করেছেন বর্তমান স্পেন দলের কাণ্ডারি।

     

     

    তবে মাদ্রিদ কোচ জিদানের কথা মাথায় রেখেই হয়তো ভোটিং প্রক্রিয়া নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেননি মাদ্রিদ ডিফেন্সের ভরসা। ''ব্যালন ডি'অর দেবার ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম অনুসরণ করা হয়, তা আমার জানা নেই। তবে আমার মনে হয়, স্পেনের খেলোয়াড়েরা এখানে সঠিক মূল্যায়ন পায় না। কিন্তু পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা নিয়ে আমার সন্দেহ করার অবকাশ নেই। কারণ, মাদ্রিদে আমাদের সাথে ব্যালন ডি'অর-জয়ী একজন আছেন।''  সাবেক মাদ্রিদ খেলোয়াড় এবং বর্তমান কোচ জিনেদিন জিদান ১৯৯৮ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন।