"সবকিছু জিতেই নিন্দুকদের মুখ বন্ধ করেছি"
২০১৬ বছরটা দু'হাত ভরে দিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। মে মাসে ক্লাবের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ, জুনে জাতীয় দলের হয়ে ইউরো, ডিসেম্বরে ব্যালন ডি'অর - সব মিলিয়ে স্বপ্নের একটা সময় কাটিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার। বছরটা শেষ করলেন গ্লোব সকার অ্যাওয়ার্ডসের বর্ষসেরা হয়েই। ক্লাবের সাথে অনুশীলনে ব্যস্ত থাকায় উপস্থিত ছিলেন না দুবাইয়ের পুরস্কার অনুষ্ঠানে। তবে এক ভিডিও বার্তাতে সোনায় সোহাগা বছরটা নিয়ে কথা বলেছেন রোনালদো।
চ্যাম্পিয়নস লিগে ১৬ গোল আর জয়সূচক পেনাল্টিতে রিয়ালের উনদেসিমা জয়, ইউরো জয়ে পর্তুগালকে নেতৃত্ব দেবার পাশাপাশি ৩ গোল আর ৩ অ্যাসিস্ট। ব্যালন ডি'অরে লিওনেল মেসি আর আন্তয়েন গ্রিজমানকে বিপুল ভোটে পেছনে ফেলে ব্যক্তিগত চতুর্থ ব্যালন ডি'অর, ক্লাব বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করে শিরোপা জয়। সবকিছুতেই ছিলেন রোনালদো।
ক্রিস্টিয়ানো নিজেই মানছেন এরকম সাফল্যে মোড়ানো বছর কাটানো সহজ নয়, ভিডিওতে ধন্যবাদও দিয়েছেন সতীর্থদের। "আমরা রিয়ালের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছি, পর্তুগালের হয়ে প্রথম শিরোপা পেয়েছি, আমি ব্যালন ডি’অর জিতেছি, তারপর আবার ক্লাব বিশ্বকাপ। এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না। দলগত এবং ব্যক্তিগত দিক দিয়ে সম্ভবত আমার ক্যারিয়ারের সেরা বছর এটা। এটা দুর্দান্ত একটা বছর ছিল, আমি দারুণ খুশি। আমি জাতীয় দল এবং রিয়াল মাদ্রিদ সতীর্থদের ধন্যবাদ জানাচ্ছি।"
এরপরেই সমালোচকদের উদ্দেশ্যে ছুঁড়েছেন সতর্কবাণী, "যারা এখনো আমাকে, রিয়াল মাদ্রিদ এবং পর্তুগাল জাতীয় দলকে নিয়ে সন্দেহ পোষণ করেন, তারা এখন প্রমাণ পেয়েছে। আমরা সবকিছু জিতেই প্রমাণ করেছি।"