• কোপা দেল রে
  • " />

     

    রিয়ালকে জেতালেন "ব্রাত্য" হামেস

    রিয়ালকে জেতালেন "ব্রাত্য" হামেস    

    রিয়ালের ম্যানেজার হিসেবে বর্ষপূর্তিটা স্মরণীয় করে রাখলেন জিনেদিন জিদান। 'জিজু'র অধীনে প্রায় 'ব্রাত্য'ই হয়ে পড়া হামেস রদ্রিগেজ করেছেন জোড়া গোল।  কোপা দেল রে শেষ ১৬-র প্রথম লেগে সেভিয়াকে ৩-০ গোলে হারিয়ে বছরটা দারুণভাবে শুরু করলো রিয়াল।  অন্য গোলটি করেছেন রাফায়েল ভারান।

    বছরের প্রথম ম্যাচেই দলে একাধিক পরিবর্তন এনেছিলেন জিদান। রামোস, রোনালদোদের বিশ্রাম দিয়ে খেলিয়েছেন অ্যাসেন্সিও, হামেসদের। রিয়ালের খেলায় অবশ্য এর প্রভাব পড়েনি একেবারেই। ১২ মিনিটে বক্সের বাইরে থেকে দর্শনীয় এক শট এবং ৪৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দুই গোল করেন হামেস। রিয়ালে হামেসের শেষ ১৫ গোলের ১১টিই এসেছে বক্সের বাইরে থেকে। আজকের জোড়া গোল নিয়ে সেভিয়ার বিপক্ষে লক্ষ্যভেদ করলেন ৪ বার। এর মাঝে ক্রুসের কর্ণার থেকে হেড করে রিয়ালের অন্য গোলটি করেন ভারান। 

    মৌসুমজুড়ে ধারাবাহিক সেভিয়াকে আজ খুঁজেই পাওয়া যায়নি। পুরো ম্যাচে সাম্পাওলির শিষ্যরা বলার মত সুযোগই তৈরি করতে পারেনি। এক্ষেত্রে অবশ্য ভারান, নাচোদের চমৎকার কম্বিনেশনের কথা বলতেই হয়। মধ্যমাঠে ক্যাসেমিরো-ক্রুস-মদ্রিচ ও দুই ফুলব্যাক কারভাহাল-মার্সেলো ছিলেন অনন্য। এমনকি স্ট্রাইকার মোরাতাও একাধিকবার নিচে নেমে ডিফেন্সে সহায়তা করেছেন। ২৭তম জন্মদিনটা অসাধারণ এক জয় দিয়েই উদযাপন করলেন টনি ক্রুস। 

    আজকের জয় নিয়ে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থাকলো জিদানের রিয়াল। জিদানের অধীনে রোনালদোকে ছাড়া ১১টি ম্যাচ খেলেছে রিয়াল। জিতেছে ১০টিতে, অন্যটি হয়েছে ড্র। মজার ব্যাপার হল, গোলমেশিন 'সিআর৭' কে ছাড়া ১১ ম্যাচে রিয়ালের ম্যাচপ্রতি গোলগড় প্রায় ৩! নিজের পরবর্তী ২ ম্যাচে [গ্রানাদা(লিগ), সেভিয়া (কোপা দেল রে ২য় লেগ)] হার এড়াতে পারলেই বার্সার ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড (যা কোনো স্প্যানিশ দলের সর্বোচ্চ) ভেঙ্গে দেবে রিয়াল।