• কোপা দেল রে
  • " />

     

    আবারও "রামোস টাইমের" গোলে রিয়ালের হাসি

    আবারও "রামোস টাইমের" গোলে রিয়ালের হাসি    

    প্রথম লেগে ৩-০ গোলের জয়। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়েই রেখেছিল জিদানের শিষ্যরা। কিন্তু সেভিয়ার মাঠে আরেকটু হলেই পা হড়কাতে বসেছিল। তিন তিনবার লিডও নিয়েছিল সেভিয়া। এমনকি ম্যাচের মাত্র ১৪ মিনিট বাকি থাকতে ৩-১ গোলে এগিয়েও গিয়েছিল সাম্পাওলির শিষ্যরা। কিন্তু প্রতিপক্ষ যে রিয়াল মাদ্রিদ; অন্তিম মূহুর্তে প্রতিপক্ষের হাসি কেড়ে নেওয়াটা যারা রীতিমত অভ্যাসেই পরিণত করেছেন! রোনালদো, মদ্রিচদের বিশ্রামে রেখেও সেভিয়ার বিপক্ষে ড্র ছিনিয়ে এনেছে জিদানের তরুণ তুর্কিরা। ৯২ মিনিটে বেনজেমার গোলে ৩-৩ ব্যবধানে শেষ হয় দুর্দান্ত এই ম্যাচটি। দুই লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে চলে গেল রিয়াল।

    ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জিদান জানিয়ে রেখেছিলেন, রিয়ালের জন্য হতে যাচ্ছে ম্যাচটি অত্যন্ত কঠিন। প্রথম লেগের মত আজো আস্থা রেখেছিলেন অ্যাসেন্সিও, মারিয়ানোদের মত তরুণদের উপর। অন্যরা কোচের আস্থার প্রতিদান দিলেও আজ আবারো 'ফ্লপ' ছিলেন দানিলো। ১০ মিনিটে এই ব্রাজিলিয়ানের আত্মঘাতী গোলেই লিড নেয় সেভিয়া। প্রথমার্ধে সেভিয়া ব্যবধানটা আর বাড়াতে পারেনি কিকো ক্যাসিয়ার জন্য। রিয়ালের হয়ে দুর্ভেদ্য দুর্গ হয়ে ওঠা দীর্ঘদেহী এই কিপার ম্যাচজুড়ে করেছেন সাত সাতটি দুর্দান্ত সেভ। ক্যাসিয়ার বদান্যতায়ই প্রথমার্ধ শেষে ব্যবধানটা ছিল ন্যূনতম (১-০)।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফেরে রিয়াল। সেভিয়ার কর্ণার থেকে কাউন্টারে দুর্দান্ত এক একক প্রচেষ্টায় লক্ষ্যভেদ করেন মার্কো অ্যাসেন্সিও। কিন্তু এর কিছু পরেই সেভিয়াকে আবারো লিড এনে দেন ইন্টার মিলান থেকে ধারে আসা ইয়োভেটিচ। সেভিয়ার জার্সিতে অভিষেকের মাত্র ৯ মিনিটে জাল খুঁজে পেলেন মন্টেনেগ্রোর এই স্ট্রাইকার। ৭৬ মিনিটে গোল করে সেভিয়াকে আশার পালে হাওয়া জোগান ইবোরা। এরপরেও হাল ছাড়েনি রিয়াল। 'লস ব্লাঙ্কোস'দের কামব্যাকে অবশ্য 'অবদান' আছে সেভিয়ারও। ৮৩ মিনিটে ক্যাসেমিরোকে হাস্যকর ফাউল করে রিয়ালকে পেনাল্টি উপহার দেন ক্রানভিতের। 'পানেনকা' পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি রামোস। সাবেক দলের বিপক্ষে গোল করে খানিকক্ষণ উদযাপনও করেন রিয়ালের অধিনায়ক; অবশ্য এর পরপরই করজোড়ে ক্ষমাও চেয়ে নেন। সেভিয়ার কিছু সমর্থক তার মা-কে নিয়ে কটূক্তি করাতে এমনটা করেছিলেন রামোস- ম্যাচ শেষে সাংবাদিকদের জানিয়েছেন এমনটিই। ৮৭ মিনিটে ল্যাঙ্গলেটের শট বারে প্রতিহত না হলে ম্যাচের ফলাফলটা অন্যরকমও হতে পারতো। ম্যাচের শেষদিকে দুর্দান্ত এক গোল করে রিয়ালকে ম্যাচে তৃতীয়বারের মত সমতায় আনেন বেনজেমা।

    আজকের ড্রয়ের সুবাদে কোনো স্প্যানিশ দলের টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড (বার্সা, ৩৯) ভেঙ্গে দিল রিয়াল(৪০)। গত বছরের এপ্রিলে উলভসবার্গের বিপক্ষে হারের পর থেকে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকলো রিয়াল। আজ বাংলাদেশ সময় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের ড্র। আর মাত্র ৪ ম্যাচ অপরাজিত থাকলেই ইউরোপে সর্বকালের টানা অপরাজিত থাকার রেকর্ডটাও (জুভেন্টাস, ১১-১২ মৌসুম, ৪৩ ম্যাচ) ভেঙ্গে দেবে জিদানের দল।  সবকিছু ঠিকঠাক থাকলে ২৫ জানুয়ারি কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রেকর্ডটি নিজেদের করে নিতে পারবেন রোনালদোরা।