আগুয়েরোর সিটি নাকি মেসির বার্সা
গত মৌসুমে ম্যান সিটির বিপক্ষে অর্জন করা জয়ের পুনরাবৃত্তি ঘটিয়ে টানা অষ্টমবারের মত চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর মিশনে নামবে বার্সা। আর তাদের ইতিহাসে একবারও চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টারে পৌঁছাতে না পারা সিটি, গতবারে ২ লেগ মিলিয়ে ৪-১ এ হারের লজ্জা এড়িয়ে এবার নাম লেখাতে চাইবে ইউরোপের সেরা আট দলের একটি হিসেবে। দারুণ ফর্মে থাকা দুই আর্জেন্টাইন – মেসি আর আগুয়েরোরদ্বৈরথ তাই হয়ে উঠতে পারে চরম উপভোগ্য।
কাগজে-কলমে সামর্থ্য
ম্যান সিটির ইউরোপিয়ান রেকর্ড তেমন উজ্জ্বল নয়। চ্যাম্পিয়নস লীগের ১৩ টি হোম ম্যাচে তারা মাত্র একটিতে রাখতে পেরেছে ক্লিনশিট। লীগে তেমন ভালো ফর্মে না থাকা সিটিজেনরা দারুণভাবে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছে ইপিএল এর শেষ ম্যাচে। নিউক্যাসেল ইউনাইটেডকে ৫-০ গোলে হারিয়ে তারা যেন একটি সতর্ক সংকেত দিয়ে রাখলো বার্সাকে।
অপরদিকে বার্সার চ্যাম্পিয়নস লীগের অতীত ইতিহাস পুরোটা টেনে বসলে দিস্তার পর দিস্তা লিখে ফেলা যাবে। কিন্তু এইটুকু না বললেই নয়, চ্যাম্পিয়নস লীগে নক-আউট পর্বে যেকোন ইংলিশ দলের সাথে খেলা শেষ ৭ ম্যাচের মধ্যে ৬ টি জয় পেয়েছে বার্সা, হার আসে শুধু ২০১১-’১২ মৌসুমের চ্যাম্পিয়ন চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে। কিন্তু বার্সা আর লুইস এনরিকের জন্য চিন্তার বিষয় হবে বার্সার শেষ ম্যাচ। মালাগার সাথে ১-০ তে হেরে যাওয়া ম্যাচে ছন্নছাড়া লেগেছে মেসি-নেইমার-সুয়ারেজকে।
সম্ভাব্য একাদশ
ম্যানচেস্টার সিটি (৪-২-৩-১)
হার্ট, জাবালেটা, কোম্পানি, মাঙ্গালা, ক্লিশি, ফার্নান্দো, ফার্নানদিনহো, নাভাস, সিলভা, নাসরি, আগুয়েরো
বার্সেলোনা (৪-৩-৩)
ব্রাভো, আলভেস, পিকে, ম্যাথিউ, অ্যালবা, র্যাকিটিচ, বুসকেটস, ইনিয়েস্তা, সুয়ারেজ, নেইমার, মেসি
বিশেষজ্ঞদের চোখে
ম্যান সিটির জন্য আজকে বড় একটি সমস্যা হতে পারে ইয়া ইয়া তোরের চ্যাম্পিয়নস লীগের তিন ম্যাচের ব্যান। এই ম্যাচ দিয়েই শেষ হতে যাওয়া এই ব্যানের ফলে তোরেকে দারুণভাবে মিস করতে পারে সিটিজেনরা। ইংলিশ লীগে “আফ্রিকান কাপ অফ নেশনস” এর জন্য তোরের অনুপস্থিতি সিটিকে ভুগিয়েছে দারুণ, কিন্তু চ্যাম্পিয়নস লীগে এর প্রভাব পড়েনি মোটেও। তাকে ছাড়াই সিটি জিতে নেয় গ্রুপ পর্বের শেষ ২ টি ম্যাচ। লীগে ১৭ গোল করা সার্জিও আগুয়েরো আর সদ্যই নিউক্যাসেলের সাথে ২ টি গোল করা ডেভিড সিলভার উপর আলাদা নজর রাখতেই হবে বার্সাকে। এই দুইজন গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য।
বার্সার জন্য খুশির খবর এই যে, ডিফেন্ডার থমাস ভার্মালেন ছাড়া দলে নেই কোন ইনজুরির প্রকোপ। শেষ ম্যাচ হেরে গেলেও বার্সার তিন তারকা মেসি-নেইমার-সুয়ারেজের জ্বলে উঠতে কোন সময়ের প্রয়োজন হয় না। লিভারপুল ছেড়ে আসার পরে এই প্রথম আবার ইংল্যান্ডে ফিরে গিয়ে ইংলিশ দল ম্যান সিটির বিপক্ষে কিছু করে দেখাতে মুখিয়ে থাকবেন উরুগুইয়ান অ্যাটাকার লুইস সুয়ারেজ। বার্সাতে নিজের ক্যারিয়ারের সূচনাটা ভালো না হলেও শেষ কিছু ম্যাচে ভালো খেলছেন তিনি, ফিরেছেন গোলেও। চ্যাম্পিয়নস লীগে ৬ ম্যাচে ৮ গোল করা লিওনেল মেসি আর ৫ ম্যাচে ৩ গোল করা নেইমারের কথা আর নতুন করে বলার কিছুই নেই। এই দুইজন খেলোয়াড়ের একটি জাদুকরী মুহুর্তই ম্যাচে বার্সাকে জয় এনে দেয়ার জন্য যথেষ্ট।