• ভারত-বাংলাদেশ সিরিজ
  • " />

     

    কোহলির রেকর্ডের পর বাংলাদেশের "সফলতম" সেশন

    কোহলির রেকর্ডের পর বাংলাদেশের "সফলতম" সেশন    

    স্কোর

    দ্বিতীয় দিন চা বিরতি শেষে

    ভারত ১৫৩ ওভারে ৬২০/৬ (কোহলি ২০৪, ঋদ্ধিমান ৮৩*; তাইজুল ৩/১২১)


    প্রথম চার সেশনে এসেছিল চার উইকেট। দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দুই উইকেট পেয়েছে বাংলাদেশ বোলাররা, সেই হিসেবে এটাই তো বাংলাদেশের সবচেয়ে “সফল” সেশন! তবে সেটা শুধু সান্ত্বনাই, ভারত এর মধ্যেই উঠে গেছে রানের পাহাড়ে। আর বিরাট কোহলিও ডাবল সেঞ্চুরি করে নিজেকে নিয়ে গেছেন  নতুন চূড়ায়।

    লাঞ্চের আগেই ডাবল সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে ছিলেন কোহলি। তাইজুলকে চার মেরেই সেটি ছুঁয়ে ফেলেছেন। প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরির কীর্তিও হয়ে গেছে ভারত অধিনায়ক। এক মৌসুমে তাঁর সমান চারটি ডাবল সেঞ্চুরির কীর্তি আছে শুধু স্যার ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের।

    তবে কোহলি এরপর বেশিক্ষণ থাকেননি। তাইজুলের বলে এলবিডব্লু হয়ে ফিরে গেছেন। যদিও রিপ্লেতে দেখা গেছে, কোহলি রিভিউ নিলে বেঁচে যেতে পারতেন। তবে কোহলির পর ঋদ্ধিমান ও অশ্বিন মিলে আরও কিছুক্ষণ বাড়িয়ে দিয়েছেন বোলারদের হতাশা। শুন্য রানে জীবন পেয়ে ঋদ্ধিমান পেয়ে গেছেন ফিফটি, সেঞ্চুরি থেকে ছিলেন মাত্র ১৭ রান করে। অশ্বিনও ৩৪ রান করে মিরাজের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেছেন। এরপর জাদেজা ও ঋদ্ধিমান বাকিটা সময় আরও হতাশ করে গেছেন বাংলাদেশের বোলারদের। ভারতও পেরিয়ে গেছে ৬০০ রান,ইতিহাসের প্রথম দল হিসেবে টানা তিন ইনিংসে ৬০০ রানের মাইলফলক পেরিয়েছে তারা।