সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন এনরিকে
মানুষটা এমনিতে বেশ ঠাণ্ডা মেজাজের। ডাগআউটে মাঝে মাঝে একটু উত্তেজিত হয়ে পড়লেও সেটা কখনোই মাত্রা ছাড়ায় না। কিন্তু কাল প্যারিসে যা দেখতে হলো, সেটা বোধ হয় লুইস এনরিকেকে এক দিনের মধ্যেই উচ্চ রক্তচাপের রোগী বানিয়ে দিয়েছে। পিএসজির কাছে ৪-০ গোলের লজ্জার পর তাই মেজাজই হারিয়ে বসলেন বার্সা কোচ। যদিও নিজেকে খুব দ্রুতই সংযত করে নিয়েছেন, তাই ঘটনাটা বেশি দূর গড়ায়নি।
নিজের কোচিং ক্যারিয়ারে তো বটেই, খেলোয়াড়ি ক্যারিয়ারেও বার্সার এমন পরাজয় খুব কমই দেখতে হয়েছে এনরিকেকে। এই পিএসজির সঙ্গেই আগের চারবারের দেখায় বার্সাই শেষ হাসি হেসেছিল। কিন্তু নিজেদের মাঠে দাঁড়াতেই দিল না বার্সাকে এবার তারা। সংবাদ সম্মেলনে যাওয়ার আগে টিভি থ্রি সাংবাদিক জর্দি গ্রাউ এনরিকেকে অনুমিত প্রশ্নটাই করলেন, "এই পরাজয়ের দায় কি তিনি নেবেন?" এনরিকে অবশ্য যেটা বলা উচিত সেটাই বলেছেন, দায়িত্বটাও নিজের কাঁধে নিয়েছেন। কিন্তু কথা বলতে বলতেই গলার স্বরটা বেশি চড়ে যাচ্ছিল। একটা সময় ওই সাংবাদিককে বললেন, "আশা করি আপনি এখন আমাকে যেভাবে প্রশ্ন করছেন, পরের বার সাক্ষাৎকার নেওয়ার সময় ব্যাপারটা মাথায় রাখবেন। আমি আশা করব জয় পেলেও আপনি আমার সাথে ঠিক একই সুরে, একইভাবেই সাক্ষাৎকার নেবেন।" এনরিকে কথাটা বলেই চলে যাচ্ছিলেন। গ্রাউ তখন টিভি ক্যামেরায় বললেন, "এনরিকে আশা করতে পারেন, জয় পেলেও আমরা তাঁর সঙ্গে একইভাবে আচরণ করে যাব।" স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, এরপর এনরিকে আবার গ্রাউয়ের দিকে ফিরে আসেন, কিছু একটা বলেও ছিলেন। যদিও ব্যাপারটা খুব বেশি দূর গড়ায়নি।
পরে অবশ্য সংবাদ সম্মেলনে মাথা ঠাণ্ডা রেখেই নিজের ভুল স্বীকার করেছেন বার্সা কোচ, "এটা ছিল ভয়ংকর একটা ম্যাচ। পিএসজি আমাদের দাঁড়াতেই দেয়নি। শুরু থেকেই যা হয়েছে, ব্যাখ্যা করা কঠিন।" ৪-২-৩-১ থেকে সরে এসে ৪-৩-৩ ফর্মেশনে খেলাটা যে বড় ভুল ছিল সেটাও স্বীকার করে নিয়েছেন।
কিন্তু শুধু ভুল স্বীকারে পার পেয়ে যাবেন এনরিকে? লিগের আশা এর মধ্যেই অনেকটা শেষ, এবার চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও প্রায় ভেস্তে গেছে। এনরিকের এই মৌসুম পর্যন্তই চুক্তি কাতালানদের সাথে। পরের মৌসুমে কি ন্যু ক্যাম্পে নতুন কোনো কোচ দেখা যাবে?