খেলা দেখতে এসেও পুলিশি তদন্তে ম্যারাডোনা
বিতর্ক আর ডিয়েগো ম্যারাডোনা যেন একে অন্যের পরিপূরক। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ-নাপোলির খেলা দেখতে মাদ্রিদে এসে আবারও খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। হোটেল রুমে প্রেমিকার সাথে বিবাদে জড়িয়ে সেই ঘটনা পুলিশ পর্যন্তও গড়িয়েছে।
ম্যারাডোনা ও তাঁর প্রেমিকাকে জিজ্ঞাসাবাদ করা হলেও দুজনের কেউই একে অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেননি। বুধবার সকালে মাদ্রিদের ওই হোটেল রুম থেকে ফোন যায় পুলিশের কাছে। এএস এর দেয়া তথ্য অনুযায়ী ম্যারাডোনার প্রেমিকা অলিভাই ম্যারাডোনার সাথে ঝগড়ার এক পর্যায়ে পুলিশের সহায়তা চেয়ে ফোন দিয়েছিলেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর পরিস্থিতি ঠান্ডা হলে দু'জনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নির্যাতনের কোনো প্রমাণ না মেলায় ছাড়া পেয়ে যান ম্যারাডোনা। অন্যদিকে অলিভা নিজেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ দায়ের করেননি।
নিজের সাবেক ক্লাবের খেলা দেখতেই মাদ্রিদে অবস্থান করছেন ডিয়েগো ম্যারাডোনা। প্রায় ৩০ বছর পর মুখোমুখি হচ্ছে এই দুই দল। রিয়াল-নাপোলির ম্যাচ নিয়ে তাই সংবাদমাধ্যমে আগ্রহের কমতি নেই। এর মাঝে এমন কান্ড ঘটিয়ে ম্যারাডোনাও খবরের শিরোনাম হলেন!