বার্নাব্যুর বড় পর্দায় বার্সার পরাজয়ের ভিডিও!
দুই দলের মাঝে সম্পর্কটা ‘দা-কুমড়ার’ চেয়েও কয়েকগুণ বেশি। একটু সুযোগ পেলেই একে অন্যকে খোঁচা মারতে দ্বিধাবোধ করেন না উভয় পক্ষেই কেউই। এবার চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার শোচনীয় পরাজয়ের ভিডিও নিজেদের মাঠের দর্শককে দেখিয়েছে রিয়াল মাদ্রিদ কর্মকর্তারা!
আগের রাতেই পিএসজির কাছে ৪-০ ব্যবধানে লজ্জাজনকভাবে হেরে গিয়েছে কাতালানরা। সেদিন একেবারেই নিষ্প্রভ ছিলেন 'এমএসএন', বিশেষ করে মেসি। চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে মাঠে নামার আগে হুট করেই বার্নাব্যুর বড় পর্দায় দেখা যায় লুইস এনরিকের দলের গোল হজম করার মুহূর্তগুলো। মেসিদের দুর্দশা দেখে সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত হাজারো মাদ্রিদ ভক্ত।
দর্শকের একটু ‘বিনোদন’ দেওয়ার জন্যই এরকমটা করা হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে ঘরের মাঠে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে জিদানের দল।