• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    বার্সার পরাজয়ে খুশি রামোস

    বার্সার পরাজয়ে খুশি রামোস    

    চিরপ্রতিদ্বন্দ্বীদের জয় সহ্য করতে না পারাটা অনুমেয়। তাঁরা হেরে গেলে যে খুশি হন, এটাও কমবেশি সবাই বুঝতে পারে। তবে নিজের মুখে এই ব্যাপারগুলো স্বীকার করেন না বার্সা-মাদ্রিদের খুব কম খেলোয়াড়ই। এর আগে জেরার্ড পিকে বলেছিলেন, রিয়াল মাদ্রিদকে হারতে দেখলে তাঁর ভালোই লাগে। তবে এবার মাদ্রিদ অধিনায়ক কোনো রাখঢাক না রেখেই বললেন, বার্সার পরাজয়ে খুশি তিনি!

     

    চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে পিএসজির কাছে ৪-০ ব্যবধানের শোচনীয়ভাবে হেরে গিয়েছে বার্সেলোনা‘এমএসএনের’ নিষ্প্রভ থাকা দিনে জ্বলে উঠতে পারেননি দলের কেউই। অন্যদিকে ঘরের মাঠে নাপোলিকে ৩-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা সহজ করেছে রামোসের দল। মেসিদের এরকম পরাজয়টা উপভোগই করছেন মাদ্রিদ অধিনায়ক, “ সত্যি বলতে আমি বার্সাকে জিততে দেখাটা পছন্দ করি না। গতকাল তাঁদের হারে কি খুশি হয়েছি? আসলে এই প্রশ্নের উত্তরে ‘না’ বলতে পারছি না!”

     

     

     মাদ্রিদের ম্যাচের আগে বার্সার পরাজয়ের মুহূর্তগুলোও দেখানো হয়েছিল বার্নাব্যুতে। তবে বার্সাতে রামোসের অনেক স্পেন সতীর্থও আছেন। তাঁদের পরাজিত মুখ দেখেও কি আনন্দিত হন? রামোস অবশ্য বলছেন, জাতীয় দলের বন্ধুদের কষ্টটা তাঁকে পীড়া দিলেও দল হিসেবে কাতালানদের জয় কখনোই চান না, “নিজের বন্ধুদের কষ্ট দেখলে খারাপ লাগে। কিন্তু তবুও আমি বার্সার জয় কামনা করতে পারি না।”