ইব্রা, জেকোর হ্যাটট্রিকের রাতে স্পার্সের হোঁচট
ফ্রেঞ্চ কোনো দলের বিপক্ষে ইউরোপিয়ান প্রতিযোগিতায় ওল্ড ট্রাফোর্ডে হারের কোনো রেকর্ড ছিল না ম্যানচেস্টার ইউনাইটেডের। সেন্ট এতিয়েনের বিপক্ষে ম্যাচটায় তাই ফেভারিট ছিল মরিনহোর দলই। তারউপর ইউনাইটেডের এই মৌসুমের ত্রাণকর্তা ইব্রাহিমোভিচের তো চেনা প্রতিপক্ষ! পিএসজিতে থাকতে নিয়মিতই গোল করেছেন সেন্ট এতিয়েনের বিপক্ষে। কাল করলেন হ্যাটট্রিক। আরও একবার এই সুইডিশ স্ট্রাইকারের কল্যাণেই জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। জয়টা ৩-০ গোলের।
ইংল্যান্ডে আসার পর এটিই ইব্রাহিমোভিচের প্রথম হ্যাটট্রিক। ১৫ মিনিটে ফ্রি কিক থেকে নিজের গোলের খাতা খোলেন ইব্রা। সেন্ট এতিয়েন খেলোয়াড়ের পায়ে লেগে বল জালে প্রবেশ করায় অবশ্য ভাগ্যের অবদানটাও কম ছিল না! বাকি দুই গোল করেন ম্যাচের শেষ ১৫ মিনিটে। ৭৫ মিনিটে র্যাশফোর্ডের ক্রস থেকে সহজ ফিনিশে করেন নিজের দ্বিতীয় গোল। হ্যাটট্রিক পূরণ হয় পেনাল্টি থেকে, ৮৮ মিনিটে। বড় জয়ের সাথে ঘরের মাঠে কোনো গোল হজম না করার তৃপ্তি তো ছিলই, সাথে ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকটা বোনাস হিসেবেই এসেছে ইউনাইটেড সমর্থকদের জন্য।
প্রথম লেগ শেষেই ম্যানচেস্টার ইউনাইটেডের মতো শেষ ১৬- এর টিকেট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে রোমাও। ভিলারিয়ালের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। হ্যাটট্রিক হিরো এডিন জেকোই রোমার জয়ের নায়ক। ৬৫, ৭৯ আর ৮৬ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন বসনিয়ান এই স্ট্রাইকার।
গতরাতে জয় পেয়েছে অ্যাথলেটিক বিলবাও, শালকে, ফিওরেন্টিনাসহ প্রায় বাকি সব বড় ক্লাবই। কিন্তু হোঁচট খেয়েছে টটেনহ্যাম। চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপা লিগেও নিজেদের যাত্রা শুরু করেছে হার দিয়ে। গেন্টের বিপক্ষে অপ্রত্যাশিতভাবে হেরে গেছে ১-০ গোলে।