এনরিকের ওপর আস্থা হারাচ্ছেন না সুয়ারেজ
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ঘণ্টা প্রায় বেজে গিয়েছে। পিএসজির বিপক্ষে ৪-০ ব্যবধানে লজ্জাজনক পরাজয়ের পর অনেকেই বলছেন, বার্সায় লুইস এনরিকে যুগের অবসান এখন সময়ের ব্যাপার। তবে অন্যরা যত কথাই বলুক না কেনো, লুইস সুয়ারেজ কিন্তু এনরিকের ওপর এখনই আস্থা হারাচ্ছেন না।
পিসএসজির বিপক্ষে ম্যাচে নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না ‘এমএসএন’। বিশেষ করে দলের প্রাণভোমরা মেসিকে তো একেবারেই ফিকে লেগেছে। তবে দিনশেষে সমালোচনার খড়গটা সবচেয়ে বেশি পড়েছে এনরিকের ওপরই। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে ম্যাচের পর মেজাজও হারিয়েছিলেন। তাঁকে বরখাস্ত করার দাবীও উঠেছে। সুয়ারেজ কিন্তু এসবের সাথে একমত হতে পারেননি, “আমরা কোচের ওপর আস্থা হারাইনি। ফুটবলার, কোচিং স্টাফসহ দলের সবাই সমানভাবেই কষ্ট পেয়েছে। বাইরের মানুষ কে কী বলল সেসব কথা কানে নিয়ে লাভ নেই। এখন সবাই কাটা ঘায়ে নুনের ছিটা দেবে। আমাদের উচিত হবে নিজেদের গুছিয়ে নেওয়া। এনরিকে অনেক বছর হলো আমাদের সাথে আছেন। তিনি জানেন কীভাবে পরিস্থিতির মোকাবেলা করতে হয়।”
লা লিগায় মাদ্রিদের চেয়ে পিছিয়ে, চ্যাম্পিয়নস লিগেও বেহাল দশা। সুয়ারেজ মনে করেন, কাতালানদের উচিত হবে পেছনের কথা ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, “এভাবে হারাটা কষ্টকর। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। আগের এরকম করেছি। হারি কিংবা জিতি, বার্সার সবাই একজোট হয়েই থাকবো! আমাদের এখন সামনের দিকে তাকানোর সময় এসে গিয়েছে। মৌসুম এখনো শেষ হয়নি, সবকিছুই সম্ভব।”