'পারলে বার্সেলোনাই পারবে'
পিএসজির মাঠে ৪-০ গোলের পরাজয় চলতি চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বার্সেলোনার বিদায় একরকম নিশ্চিত করে দিয়েছে। টানা দশমবারের মতো টুর্নামেন্টটির শেষ আটে পৌঁছতে হলে নিজেদের মাঠে ফিরতি লেগের ম্যাচে অতিমানবীয় খেলাই উপহার দিতে হবে কাতালানদের। সেটা আদতে অসম্ভব মনে করছেন খোদ বার্সেলোনার খেলোয়াড়রাই। তবে তাঁদের পুরনো সতীর্থ দানি আলভেজ একেবারেই আশা ছেড়ে দিচ্ছেন না। বরং বলছেন, এই অবস্থা থেকে কেউ ঘুরে দাঁড়াতে পারলে সেটা বার্সেলোনাই পারবে।
ওই হারের পর ফিরতি লেগের ম্যাচ নিয়ে বার্সা ফরোয়ার্ড নেইমারের কণ্ঠেই ছিল চূড়ান্ত হতাশার সুর, “খুব কঠিন হবে কাজটা- কার্যত অসম্ভব। এমন ম্যাচের জন্য প্রস্তুতি নেয়াটাও সহজ নয়। আমার মনে হয় না আমি এর আগে কখনও এমন পরিস্থিতিতে পড়েছি।”
কাজটা যে একরকম দুঃসাধ্য সেটা মানছেন তিনবার বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেজও, “ঘুরে দাঁড়ানোটা খুবই কঠিন হবে। সেটা অবশ্য বার্সেলোনার সামর্থ্য নেই বলে নয়, বরং তাঁদের প্রতিপক্ষের শক্তিমত্তার কারণে। ওরা আপনাকে পুরো চাপে রাখবে, খেলতে দিবে না।”
কিন্তু জুভেন্টাসের এই রাইট ব্যাক পুরোপুরি হাল ছেড়ে দেয়াদের দলে নন, “আমি সবসময়ই চাই তাঁরা (বার্সেলোনা) যতোটা সম্ভব ভালো করুক। ফুটবলে সবই সম্ভব। কেউ যদি এখান থেকে ঘুরে দাঁড়াতে পারে, সেটা বার্সা মেশিনই পারবে।”