• পাকিস্তান সুপার লিগ
  • " />

     

    লাহোরে যেতে আপত্তি নেই ভিভের

    লাহোরে যেতে আপত্তি নেই ভিভের    

    ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ব্রাত্য হয়ে পড়া আন্তর্জাতিক ক্রিকেটকে সে দেশে ফেরানোর চেষ্টা চলছে ক’ বছর ধরেই। সে প্রচেষ্টার অংশ হিসেবে চলতি পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচটি লাহোরে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে আয়োজকদের। কিন্তু টুর্নামেন্টের বিদেশী খেলোয়াড়রা আদৌ পাকিস্তানে খেলতে যাবেন কিনা সে নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। এর মধ্যে লাহোরে এক সমাবেশে বোমা হামলায় হতাহতের ঘটনায় আরও অনিশ্চিত হয়ে পড়েছে সেখানে পিএসএলের ফাইনাল আয়োজন। তবে ক্যারিবিয়ান কিংবদন্তী ক্রিকেটার ও পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টর স্যার ভিভ রিচার্ডস বলছেন, সব আয়োজন ঠিক থাকলে লাহোরে ফাইনালের জন্য যেতে কোনো আপত্তি নেই তাঁর। পাকপ্যাশনডটনেটকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

     

    লাহোরে পিএসএল ফাইনাল হলে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য বিশাল একটা ব্যাপার হবে বলেই মনে করছেন ভিভ, “পাকিস্তানে ক্রিকেটের পুনরুজ্জীবনের জন্য এমন উদ্যোগ অবশ্যই অনেক বড় একটা পদক্ষেপ হতে পারে। আসলে নিজেদের মাটিতে, নিজেদের দর্শকের সামনে খেলার থেকে বড় আনন্দ আর কিছু হতে পারে না। কিন্তু দুঃখজনকভাবে পাকিস্তানকে নিজেদের হোম ম্যাচগুলোও দেশের বাইরে খেলতে হচ্ছে।”

     

    তবে পাকিস্তানে ক্রিকেটের এমন নির্বাসন সাময়িক বলে আশা প্রকাশ করে ভিভ বলছেন সেখানে ক্রিকেট ফেরাতে তাঁর নিজেরও যেতে কোনো আপত্তি নেই, “সুদূরপ্রসারী পরিকল্পনা হলে একদিন সেখানে আবার ক্রিকেট খেলা হবে বলে অনেকের মতো আমিও সে আশা রাখি। ব্যক্তিগতভাবে আমার অন্তত সেখানে যেতে কোনো সমস্যা নেই যদি সব বন্দোবস্ত ঠিকঠাক করা হয়। আর আমাদের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স যদি ফাইনালে পৌঁছায় তবে তো আমাদের সেখানে যাওয়ার উপলক্ষটা আরও পাকাপোক্ত হবে।”