• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    দৌড়নোয় সবচেয়ে পিছিয়ে বার্সেলোনা

    দৌড়নোয় সবচেয়ে পিছিয়ে বার্সেলোনা    

    চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি দৌড়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়রা। আর দৌড়নোয় সবচেয়ে পিছিয়ে আছে বার্সেলোনা। দল দুটোর মধ্যে অতিক্রান্ত দূরত্বের ব্যবধান ৭৪ হাজার ৩৩২ মিটার। এই সিজনে এখন পর্যন্ত ৮ লাখ ২১ হাজার ৪৩৪ মিটার দৌড়েছেন অ্যাটলেটিকোর খেলোয়াড়রা। দ্বিতীয় অবস্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের থেকে যা ২৫ হাজার মিটার বেশি।

     

    টুর্নামেন্টে টিকে থাকা ১৬টি দলের মধ্যে নাপোলি, বেনফিকা ও লেভারকুসেন আছে যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বরে। ৭ লাখ ৫৬ হাজার ৬৬০ মিটার দৌড়ে ১১ নম্বরে আছে রিয়াল মাদ্রিদ। আর ৭ লাখ ৪৭ হাজার ১০২ মিটার দৌড়ে সবার নীচে অবস্থান বার্সেলোনার।

     

    জয়ের সংখ্যার দিক থেকেও এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৬ জয়ের বিপরীতে তাঁদের হার ১টিতে। ৫টি করে ম্যাচ জিতেছে জুভেন্টাস, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ। তবে জুভেন্টাসের বাকি ২ ম্যাচে ড্র থাকলেও বার্সা, বায়ার্ন হেরেছে দুটো করে।

     

    গোল ব্যবধানে অবশ্য সবার উপরে আছে কাতালানরা। গোল ব্যবধ্যান ১২ নিয়ে তাঁদের সাথে আছে বায়ার্ন। জার্মান জায়ান্টরা আবার বল দখলে আছে সবার শীর্ষে, ৬৮ শতাংশ পজেশন নিয়ে। এই তালিকায় দু’ নম্বরে থাকা বার্সেলোনার বল পজেশন ৬১ শতাংশ।