নাপোলির বিপক্ষে বিবিসিকে চান না মাদ্রিদ সমর্থকরা
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে বুধবার রাতে নাপোলির বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে ইতালিয়ান ক্লাবটিকে তাঁরা হারিয়েছিল ৩-১ ব্যবধানে। এই অবস্থায় নাপোলির মাঠে ফিরতি লেগের ম্যাচে রিয়ালের আক্রমণভাগের তিন পুরোধা রোনালদো, বেল ও বেনজেমাকে (বিবিসি) প্রথম একাদশে রাখার কোনো প্রয়োজন দেখছেন না দলটির সমর্থকরা। একটি অনলাইন জরিপের ফলাফলে এমনটাই দেখা গেছে।
স্প্যানিশ গণমাধ্যম এএস ডটকমের ওই জরিপে প্রশ্ন করা হয়েছিল যে নাপোলির বিপক্ষে বুধবারের ম্যাচে বিবিসিকে প্রথম একাদশে দেখতে চান কিনা। জবাবে ৭৭.০৫ শতাংশ ভোটদাতা ‘না’সূচক ভোট দেন। পোর্টালটি জানাচ্ছে যে মোট ২৩ হাজার ৭৪৩ জন এই অনলাইন জরিপে অংশ নেন যাদের মধ্যে ১৮ হাজার ২৯৩ জন জানিয়েছেন যে তাঁরা এই ম্যাচে বিবিসিকে প্রথম একাদশে দেখতে চান না।
তবে নাপোলির বিপক্ষে এই ম্যাচের আগে কোনো অনাকাঙ্খিত ইনুজুরি এড়াতে শনিবারের লা লিগা ম্যাচে এইবারের বিপক্ষে বিশ্রাম দেয়া হয় রোনালদোকে। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটি খেলতে পারেন নি বেলও। এই দুই তারকাকে ছাড়াই ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্ল্যাংকোরা। এই প্রেক্ষিতেই বুধবারের ম্যাচের একাদশে তাঁদের থাকার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।