• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    রোনালদোদের জন্য পিৎজার সাথে দুয়োও

    রোনালদোদের জন্য পিৎজার সাথে দুয়োও    

    পুরো পৃথিবীর যেখানেই যান, হাজারো ভক্ত অনুরাগীদের অভ্যর্থনায় সিক্ত হন। এবার একটু ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন রিয়াল মাদ্রিদ ফুটবলাররা। ইতালির নাপোলসে কয়েকশ মানুষ দুয়োধ্বনির মাধ্যমে ‘অভ্যর্থনা’ জানিয়েছে জিদানের দলকে। তবে একইসাথে রোনালদোর জন্য ‘স্পেশাল পিৎজা’ বানিয়ে এনেছেন এক ভক্ত!

    নাপোলসের পালাজ্জো ক্যারাসিওলো হোটেলের সামনে অপেক্ষা করছিল প্রায় ৭০০ নাপোলি ভক্ত। বিমানবন্দর থেকে মাদ্রিদ ফুটবলারদের নিয়ে আসা বাস হোটেলের গেটের সামনে এলে চিৎকার করে নিজেদের অবস্থান জানিয়ে দেন তারা। তাদের অনেকের হাতেই ছিল নানান ধরণের ব্যানার প্ল্যাকার্ড। ভিড় সামলানোর জন্য বহু পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছিল হোটেলের আশেপাশের এলাকায়।

     

     

    এতো দুয়োধ্বনির মাঝেও একজন মাদ্রিদ ভক্ত হাজির হয়েছিলেন। তিনি কিন্তু খালি হাতে আসেননি! রোনালদো ভক্ত এই শেফ নিজের সাথে এনেছিলেন একটি বড়সড় পিৎজা। সেখানে লেখা ছিল ‘সিআর সেভেন’।

    ঘরের মাঠে নাপোলির ৩-১ ব্যবধানে জয় পেয়েছিল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে আজ রাতে স্টাডিও সান পাওলো স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।