বার্সা হারলে শান্তিতে ঘুমাবেন রামোস
গত রাতে নিজ দলের কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেছেন দুর্দান্ত জোড়া গোলে। সার্জিও র্যামোসের নজরটা এখন ‘রাইভাল’ বার্সেলোনার ম্যাচের দিকে। রিয়াল মাদ্রিদের অধিনায়ক কোনোরকম রাখঢাক না রেখেই বলছেন, বার্সেলোনা হারলেই খুশী হবেন তিনি।
নিজের অফিশিয়াল টুইটারে রামোস লুইস এনরিকের ছেলেদের বিদায় কামনা করছেন, “বার্সেলোনা হারলেই আমি খুশী হব, আরাম করে ঘুমোতে পারবো।”
পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে আসা বার্সেলোনাকে পরের পর্বে যেতে হলে নিজেদের মাঠে আজ অতিমানবীয় খেলাই খেলতে হবে। আর সেটা সম্ভব না বলেই মনে করেন রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক রাউল গঞ্জালেস, “খুব কঠিন হবে। কোনো ক্লাব এটা করতে পারলে সেটা একমাত্র রিয়াল মাদ্রিদ। এটা তাঁদের বিশেষত্ব।”