কীভাবে গোলটা হয়েছে, জানতেন না রবার্তো
ম্যাচের ঠিক শেষ মুহুর্তে ফাউল করা হলো টের স্টেগেনকে, ফ্রিকিক পেল বার্সেলোনা। ম্যাচের শেষ সুযোগ। নেইমারের ফ্রিকিকটা চিলের মতো উড়ে গিয়ে পায়ে লাগালেন সার্জি রবার্তো। গোল! অবিশ্বাস্য এক ফিরে আসার গল্প লিখল বার্সেলোনা। কিন্তু সার্জি রবার্তো তখন আসলে ঠিক কী ভেবেছিলেন? বার্সা মিডফিল্ডার বলছেন, কীভাবে ওই গোলটা করেছেন নিজেও বলতে পারবেন না। স্রেফ বলের কাছে যেতে হবে, তাঁর লক্ষ্য ছিল সেটাই।
ওই ফ্রিকিকের আগেই ধারাভাষ্যকার বলছিলেন, এসব সময়ে অফসাইডও হয়ে যেতে পারে। রিপ্লেতে অবশ্য দেখা গেছে, রবার্তো অনসাইডেই ছিলেন। নিজেও অবশ্য সেটি জানতেন না, 'আমি শুধু বলের কাছে যেতে চেয়েছিলাম। অনসাইডে ছিলাম কিনা সেটাও জানতাম না। খুবই ভালো লাগছে। আমি দেখলাম, ওদের গোলরক্ষক ট্র্যাপ এগিয়ে আসছে না। তখনই আমি বলের কাছে উড়ে যাই।'
রবার্তো অবশ্য পুরো ম্যাচ খেলেননি, নেমেছিলেন বদলি হিসেবে। জয়ের কৃতিত্বটা সমর্থকদেরও দিলেন, 'সবাই বলে সমর্থকেরা হচ্ছে বাড়তি খেলোয়াড়ের মতো, তবে আজ আমরা ১০ জন নিয়ে মাঠে নেমেছিলাম। এই জয়টা তাদেরও। এখন আমাদের ধাতস্থ হয়ে রোব বার দেপোর্তিভোর সঙ্গে লা লিগার ম্যাচের কথা ভাবতে হবে।'