রেফারিকে দুষলেন পিএসজি কোচ
নিজেদের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে এসে ন্যু ক্যাম্পে ৬-১ ব্যবধানের পরাজয়, চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াই থেকে পিএসজিকে ছিটকে যেতে হল একরকম অবিশ্বাস্যভাবেই। শোচনীয় সে পরাজয়ের ভার খেলোয়াড়দের ঘাড়ে চাপানোর পাশাপাশি পিএসজি কোচ উনাই এমেরি দায় দিচ্ছেন রেফারিকেও। একাধিকবার রেফারির সিদ্ধান্ত বার্সেলোনার পক্ষে গেছে, এমনটাই দাবী করছেন তিনি।
বার্সেলোনার দেয়া ৬ গোলের ২টি ছিল পেনাল্টি থেকে। তবে নিজেদের এরিয়ায় বার্সা ব্যাক মাসচেরানোর হাতে বল লাগলেও সেটার জন্য পিএসজিকে কোনো পেনাল্টি দেয়া হয় নি। এ নিয়ে সরাসরিই অসন্তোষ প্রকাশ করেন এমেরি, “ওঁদেরকে দুটো পেনাল্টি দেয়া হল কিন্তু আমাদের পাওনা পেনাল্টিটা দেয়া হল না। এটার প্রভাব তো ফলাফলে পড়েছেই। আমাদের বিশ্বাস ছিল আমরা পারবো, কিন্তু রেফারির সিদ্ধান্তগুলোর মাশুল দিতে হল।”
প্রথমার্ধে অনেকটা ছন্নছাড়া খেললেও দ্বিতীয়ার্ধে তাঁর ছেলেদের খেলা যথেষ্ট গোছানো ছিল দাবী করে পিএসজি কোচ কৃতিত্ব দিচ্ছেন প্রতিপক্ষকেও, “দ্বিতীয়ার্ধে আমরা বেশ ঠাণ্ডা মাথায় খেলছিলাম। আমাদের খেলায় উন্নতিও হচ্ছিল এবং স্কোরলাইনটা তখন ৩-২ হয়ে যেতে পারতো। কিন্তু রেফারির সিদ্ধান্ত আমাদের বিপক্ষে যাওয়ার পর শেষ মুহূর্তে আমরা সব হারিয়ে ফেলি। বার্সেলোনার পক্ষে এমনটা সম্ভব। শেষদিকে তাঁরা প্রাণপণে জেতার জন্য খেলেছে।”