সত্যি সত্যিই ভূমিকম্প হয়েছিল বার্সেলোনায়!
ন্যু ক্যাম্পে সেদিন যা হয়েছে, তা রূপকথার গল্পকেও হার মানায়। সার্জিও রবার্তোর অন্তিম মুহূর্তের গোলে পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য এক জয় পেয়েছে বার্সেলোনা, উঠে গিয়েছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টারে। জয়ের পর স্টেডিয়ামে উপস্থিত প্রায় এক লাখ দর্শকের বাঁধ ভাঙা উল্লাস ছিল দেখার মতো। এবার জানা গেলো, তাঁদের উল্লাসের জন্য ছোটখাটো একটা ভূমিকম্পই হয়ে গিয়েছে!
বার্সা-পিএসজি ম্যাচে ন্যু ক্যাম্পে উপস্থিত ছিলেন ৯৬,৯২০ জন দর্শক। কাতালানদের অভাবনীয় সেই জয়ের পর মেসি-এনরিকেদের মত নিজেদের আবেগটা ধরে রাখতে পারেনি তাঁরাও। চিৎকার, লম্ফঝম্ফতে কাঁপিয়ে তুলেছিলেন পুরো মাঠ। তবে এটা যে আক্ষরিক অর্থেই ‘কাঁপিয়ে’ তোলা, সেটা জানা গিয়েছে ম্যাচের কয়েক ঘণ্টা পরেই। স্থানীয় এক বৈজ্ঞানিক গবেষণাগার জানিয়েছে, বার্সার ম্যাচ শেষ হওয়ার পর দর্শকের উল্লাসের কারণে ছোটখাটো একটা ভূমিকম্পের সৃষ্টি হয়েছিল! জাউমা আলমেরা ইন্সটিটিউট অফ আর্থ সাইন্সের গবেষক জর্ডি ডিয়াজ জানিয়েছেন, রবার্তোর গোলের পরেই ঘটেছে এই ঘটনা, “ম্যাচ শেষ হওয়ার পরেই রিখটার স্কেলে ১ মাত্রার ভূমিকম্প হয়েছে ওই এলাকায়। এটা আমাদের এখানে ধারণ করা সবচেয়ে অদ্ভুত ভূমিকম্প !”
তবে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা কমপক্ষে ৩ না হলে সেটা সাধারণ মানুষ অনুভব করতে পারেন না। এক্ষেত্রেও সেটাই হয়েছে। বার্সার ইতিহাস গড়ার দিনে দর্শকরাও কিন্তু ছোটখাটো একটা ‘রেকর্ড’ গড়লেন ‘ভূমিকম্পের’ জন্ম দিয়ে!