• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    নেইমারকে নাম পাল্টাতে বললেন কাকা

    নেইমারকে নাম পাল্টাতে বললেন কাকা    

    বার্সেলোনার ফিরে আসার গল্পের অন্যতম নায়ক তিনি। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলা নেইমারের প্রশংসায় পঞ্চমুখ বার্সা ভক্তরা। বিভিন্ন স্তুতি শোনা নেইমারকে এবার নিজের নামটাই পাল্টে ফেলতেন বললেন স্বদেশী ফুটবলার কাকা!  

     

    পিএসজির বিপক্ষে অবিশ্বাস্য জয়ের পর কাকা মজা করে বলেছেন, নামটা যদি ‘র’ দিয়ে শুরু করেন নেইমার, তাহলে ‘সেরা’ হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে যাবেন, “ বার্সেলোনার হয়ে যা করেছে নেইমার, তাতে সে ভবিষ্যতে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হবে। তবে আমার মনে হয় নিজের নামটা পরিবর্তন করে ‘রেইমার’ রাখলে বেশি ভালো হয়! তাহলে আরও তাড়াতাড়ি ওপরের দিকে উঠতে পারবে।” 

     

     

    কিন্তু ‘র’ শব্দের পেছনে রহস্যটা কী? আর 'রেইমার' নাম রাখলেই বা কী লাভ? রোনালদো, রিভালদো, রোমারিও, রোনালদিনহো; গত তিন দশকে ব্রাজিলের প্রাণ ছিলেন তাঁদের সবাই। এদের নামের সাথে মিল রাখার জন্যই এরকমটা করতে বলেছেন কাকা, “ব্রাজিলের সর্বকালের সেরা কিছু ফুটবলারদের নাম শুরু হয়েছে ‘র’ দিয়ে। এজন্য নেইমারও নিজের নামের সাথে এটা যোগ করতে পারে।”