'আমরা আবারো অসম্ভবকে সম্ভব করেছি'
আগের মৌসুমে তাদের হাতেই রচিত হয়েছিল রূপকথা। এবার লিগে ছন্দপতন হলেও চ্যাম্পিয়নস লিগে জয়জাত্রা বজায় রেখেছিল লেস্টার সিটি। প্রথমবার খেলতে এসে সেই স্বপ্নযাত্রাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে ফক্সরা। ঘরের মাঠে সেভিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা লেস্টার অধিনায়ক ওয়েস মরগান বলেছেন, সবাইকে ভুল প্রমাণ করে তাঁরা আবারো ‘অসম্ভবকে সম্ভব’ করেছেন।
প্রথম লেগে ২-১ এ পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে লেস্টার। দলের হয়ে প্রথম গোলটি আসে অধিনায়ক মরগানের পা থেকেই। এই জয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি, “ আমার তো বিশ্বাসই হচ্ছে না! প্রথমবার খেলতে এসে আমরা এতদূর যাব সেটা কখনোই ভাবিনি। বহু মানুষকে ভুল প্রমাণ করেছি আমরা। এটা আমাদের জন্য বড় একটা ম্যাচ ছিল। আমরা আবারো অসম্ভবকে সম্ভব করেছি!”
সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখের মতো দলের মুখোমুখি হতে হবে নবাগতদের। মরগান অবশ্য এসব নিয়ে একেবারেই ভাবছেন না, “কার বিপক্ষে খেলতে হবে এসব নিয়ে মাথাব্যথা নেই। আমরা শুধু সময়টা উপভোগ করবো। লিগে নিজেদের অবস্থান নিয়ে কিছুটা চিন্তিত, তবে এখন এসব নিয়ে ভাবতে চাইনা।”
প্রথম লেগের মতো এবারো পেনাল্টি বাঁচিয়েছেন। স্টিভেন এনজনজির শট ঠেকিয়ে দিয়ে ক্যাসপার স্মাইকেল ম্যাচে টিকিয়ে রাখেন দলকে। দলের জয়ে দারুণ খুশি তিনিও, “পরপর দুই ম্যাচে পেনাল্টি ঠেকালাম! পুরো ব্যাপারটিই আসলে আত্মবিশ্বাসের। গত মৌসুমের মতোই খেলেছি আজকের ম্যাচে। এই জয়টা এক কথায় অভাবনীয়!”