• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পরীক্ষার জন্য চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মিস!

    পরীক্ষার জন্য চ্যাম্পিয়নস লিগের ম্যাচ মিস!    

    মাত্র ১৭ বছর বয়সেই লেভারকুসেনের মূল দলে সুযোগ পেয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। গত ম্যাচে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হওয়া কাই হাভের্তজ হয়তো ব্যাগ গুছিয়ে রেখেছিলেন আজকের জন্য। তবে বিধিবাম! স্কুলের ‘গুরুত্বপূর্ণ’ পরীক্ষা আর খেলা যে একই দিনে পড়ে গিয়েছে! এই পরীক্ষার জন্যই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের জন্য দলের সাথে স্পেনে যেতে পারছেন না কাই!

     

    ভুল শোনেননি! দল যখন গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করবে পরের রাউন্ডে ওঠার জন্য, সেই সময় পরীক্ষা হলে প্রশ্নের উত্তর লিখবেন কাই। এই মৌসুমেই অভিষেক হওয়া কাই ১৬ ম্যাচ খেলেছেন বুন্দেসলিগায়, ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের নিয়মিত সদস্য। চ্যাম্পিয়নস লিগে নিজের অভিষেক ম্যাচে দলের ৪-২ গোলে পরাজয় দেখতে হয়েছিল। কাই নিশ্চয়ই ভেবেছিলেন, পরের লেগে কিছু একটা করে দেখাবেন! তবে বেরসিক পরীক্ষা সেটা আর হতে দিলো কই?

     

     

    এদিকে তাঁর এই ‘দুর্ভাগ্য’ নিয়ে মজা করে টুইট করেছে ক্লাবটি। সেখানে অনেকে বলেছেন, কাইয়ের স্কুলটা একটু বেশিই কড়া! কী হতো পরীক্ষাটা দুয়েক দিন পিছিয়ে নিলে? এরকম সুযোগ তো বারবার আসে না।