ম্যান সিটিকে ছিটকে দিল মোনাকো
ইঞ্জুরির কারণে ছিলেন না প্রথম লেগের নায়ক রাদামেল ফ্যালকাও। কোয়ার্টার ফাইনালে যেতে হলে ২ গোলের ব্যবধানে জিততেই হবে- এমন ম্যাচের আগে দলের মূল তারকাকে হারালেও জয়টা ঠিকই ছিনিয়ে এনেছে মোনাকো। স্তাদিও লুই তে গার্দিওলার সিটিকে ৩-১ গোলে হারিয়ে (অ্যাগ্রিগ্রেট ৬-৬) 'অ্যাওয়ে গোল' এর সুবাদে শেষ আটে চলে গেল ফ্যালকাওরা। ম্যানেজার হিসেবে এবারই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে সেমির আগে বাদ পড়লেন পেপ গার্দিওলা।
প্রথম লেগ ৫-৩ ব্যবধানে জিতলেও ফ্যালকাওহীন মোনাকোর বিপক্ষে কাজটা যে কঠিন হতে যাচ্ছে- তা জানা ছিল সবারই। চলতি মৌসুমে মোনাকোর (১২৬) চেয়ে বেশি গোল করতে সক্ষম হয়েছে কেবল বার্সেলোনাই (১২৯)। মৌসুমজুড়ে সিটির নড়বড়ে রক্ষণভাগের বলতে গেলে এক 'অগ্নিপরীক্ষা'ই ছিল আজ। কিন্তু সে পরীক্ষায় রীতিমত 'ফেল'ই করেছেন স্টোন্স, কোলারভরা। দ্বিতীয় লেগে গোলের খাতা খুলতে মোনাকোর লেগেছে কেবল মিনিট আটেক। বার্নার্দো সিলভার নিচু ক্রসে পা ছুঁয়ে দলকে লিড এনে দেন 'নতুন থিয়েরি অঁরি' খ্যাত কিলিয়ান এম্বাপ্পে। ইউরোপে নিজের প্রথম মৌসুমেই বাজিমাত করছেন এই তরুণ, ইতোমধ্যেই করেছেন ১২ গোল। গোল খেয়ে দিশেহারা সিটির রক্ষণভাগ পুরো ম্যাচজুড়েই ভুগছিল দ্বিধাদ্বন্দ্বে। এরই সুবাদে ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাবিনহো। বাঁ প্রান্ত থেকে লেফটব্যাক মেন্ডির নিচু ক্রসে 'প্লেসিং শট'-এ সিটি কিপার কাবালেরোকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান। প্রথমার্ধে রক্ষণভাগের মতই নিষ্প্রভ ছিলেন সিলভা-আগুয়েরোরা, লক্ষ্যে শট নিতে পারেননি একবারও।
প্রথমার্ধে নিজেদের ছায়া হয়ে থাকা সিটি খোলস ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই। একের পর আক্রমণে মোনাকোর রক্ষণভাগকে তটস্থ রাখেন ডি ব্রুইন, স্টার্লিংরা। মোনাকোকে আক্রমণের জোয়ারে ভাসালেও আগুয়েরোর একাধিক সহজ সুযোগ হাতছাড়া করার কারণে লিড নিয়ে সিটির অপেক্ষা করতে হয়েছে ৭১ মিনিট পর্যন্ত। স্টার্লিংয়ের জোরালো শট সুবাসিচ দারুণভাবে ফিরিয়ে দিলেও ফিরতি বল জালে পাঠাতে ভুল করেননি লিরয় সানে। কোয়ার্টার ফাইনাল থেকে যখন মাত্র ১৩ মিনিট দূরত্বে সিটি, তখনই আবার গোল করে বসে মোনাকো! ৭৭ মিনিটে লেমারের ফ্রিকিক থেকে হেড করে ব্যবধান ৩-১ করেন বাকায়োকো। বাকিটা সময় আগুয়েরোরা ব্যবধান কমাতে না পারলে শেষ ষোল থেকে বিদায় নিতে হয় গার্দিওলার দলকে। ইউসিএল নক আউট ইতিহাসে প্রথম লেগে ৫ গোল করেও কোনো দলের বাদ পড়ার নিদর্শন এবারই প্রথম। ইউরোপিয়ান প্রতিযোগীতায় আজকের আগে কখনোই ফরাসী প্রতিপক্ষের কাছে হারেনি সিটি। চ্যাম্পিয়ন্স লিগ নক আউট পর্বে দুই লেগ মিলিয়ে ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখলো মোনাকো।
ওদিকে ভিসেন্তে ক্যালদেরনে বায়ার লেভারকুসেন ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য ব্যবধানে। জার্মানীতে প্রথম লেগ ৪-২ ব্যবধানে জেতায় শেষ আটে জায়গা করে নিল সিমিওনের শিষ্যরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের নিওন শহরের ইউয়েফা হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে ১৬-১৭ ইউসিএল মৌসুমের কোয়ার্টার ফাইনাল ড্র।