'মেসি-রোনালদোর পরই লা লিগার রাজত্ব শেষ'
ইংলিশ প্রিমিয়ার লিগ না স্প্যানিশ লা লিগা? ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠ ঘরোয়া আসর কোনটা? এমন প্রশ্নে ফুটবলপ্রেমীদের বিতর্ক শেষ হওয়ার নয়। সাম্প্রতিক পরিসংখ্যান অবশ্য কথা বলে স্পেনের পক্ষেই। গত তিন বছরে চ্যাম্পিয়নস লিগ আর ইউরোপা লিগ দুটোর শিরোপাই গেছে স্প্যানিশ ক্লাবগুলোর ঘরে। এবারও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে লা লিগার তিনটি ক্লাব খেলবে। তবে মেসি, রোনালদোদের অবসরের সাথেই ইউরোপে স্প্যানিশদের রাজত্ব ফুরোবে বলে মনে করছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ম্যানেজার স্যার আলেক্স ফার্গুসন।
ইউনাইটেডের দায়িত্বে থাকাকালে দু’বার চ্যাম্পিয়নস লিগ জেতা ফার্গুসন মনে করেন সাফল্যের ব্যাপারটা চক্রাকার, “এটা একটা চক্রে চলে। সত্তরের দশকে তাকালে আপনি আয়াক্স আর বায়ার্ন মিউনিখকে দেখবেন সফল হিসেবে, আশির দশকে লিভারপুলকে দেখবেন। নব্বইয়ের দশকে সাফল্য ছিল ইতালিতে, তখন এসি মিলানের জয়জয়কার। এরপর ইংলিশ ক্লাবগুলো লম্বা সময় দাপট দেখিয়েছে, ৬ বছর আগেও ইংল্যান্ডের ৩টা ক্লাব খেলেছে সেমিফাইনালে। আমরাই চার বছরে ৩টা ফাইনাল খেলেছি।”
এই চক্রেই স্পেনের এখন সোনালী সময় বলে মনে করছেন সাবেক ইউনাইটেড ম্যানেজার, “এই মুহূর্তে স্পেনের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন জার্মান, ইতালিয়ান, ফ্রেঞ্চ, ইংলিশরা জিততে পারছে না? আমি মনে করি সময়টা এখন স্প্যানিশ দলগুলোর। তাঁরা এখন সেরা আর তাই তাঁরা জিতছে। কিন্তু সেটা একদিন বদলাবে। রোনালদো-মেসিরা একদিন বুড়ো হবে, কিন্তু তাঁদের যোগ্য উত্তরসূরি কি পাওয়া যাবে? আমার মনে হয় এই চক্রে নতুন কোনো দেশের রাজত্ব শুরু হল বলে।”