মেসি হতে চান না দিবালা
আর্জেন্টিনার জার্সি গায়ে এখনও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় নি। তবে ক্লাব ক্যারিয়ারে সামর্থ্যের জানানটা বেশ ভালোভাবেই দিয়ে ফেলেছেন পাওলো দিবালা। জুভেন্টাসের ২৩ বছর বয়সী ফরোয়ার্ডকে অনেকেই তুলনা দিচ্ছেন তাঁরই স্বদেশি তারকা ফুটবলার লিওনেল মেসির সাথে। কিন্তু মেসির দল বার্সেলোনার সাথে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল দ্বৈরথের আগে দিবালা বলছেন, এমন তুলনা তিনি চান না। মেসি নয়, নিজেকে তিনি দিবালা হিসেবেই পরিচয় দিতে চান।
প্রথমবারের মতো মেসির বিপক্ষে খেলতে নামার আবেগটুকু সামলে ২৩ বছরের তরুণ কথা বলছেন পেশাদারিত্বের সাথেই, “তাঁকে আমি ভীষণ শ্রদ্ধা করি, ভক্তিও। কিন্তু আমি জুভেন্টাসের হয়ে খেলি, লিও বার্সেলোনার হয়ে। জেতার জন্য আমি নিজের সেরাটুকু দিয়েই চেষ্টা করব।”
মেসিকে প্রেরণা হিসেবে মানার কথা দিবালা স্বীকার করছেন অকপটেই, “বার্সেলোনার খেলা ভালো লাগে তাই সবসময়ই দেখি। লিওর জন্য এখন আরও বেশিই দেখি। সে অনেকগুলো চ্যাম্পিয়নস লিগ জিতেছে, আমি একটাও জিতি নি। এবারই প্রথম শিরোপাটা জিততে চাই।”
দু’জনেই ফরোয়ার্ড, অল্প বয়সে ইউরোপের ফুটবলে আলো ছড়িয়েছেন। মেসির সাথে তুলনা তাই প্রায়ই শুনতে হয় দিবালাকে। কিন্তু ব্যাপারটা যে পছন্দ করেন না সেটা সরাসরিই জানিয়ে দিচ্ছেন তিনি, “লোকের জানা উচিত যে আমি মেসি নই। আমি দিবালা এবং দিবালা হয়েই থাকতে চাই। আমি বুঝি যে তুলনাটা আসলে চলে আসে। কিন্তু মেসি একজনই, যেমন ম্যারাডোনাও একজনই। আপনি চাইলেই তাঁদের বদলি খুঁজে পাবেন না। সুতরাং তাঁদের মতো হওয়ার প্রত্যাশাটা যখন লোকে আমার কাছ থেকে করে তখন সেটা অনেক বড় চাপ হয়ে যায়। তবে আমি প্রতিটা ম্যাচে আমার সেরাটাই দেয়ার চেষ্টা করব- জাতীয় দলের হয়ে যে ম্যাচগুলোতে মেসি খেলতে পারবেন না সেগুলোতেও।”