কিক অফের আগেঃ সেই বার্সার সামনে বদলে যাওয়া জুভেন্টাস
অতিরিক্ত সময়ের অন্তিম মূহূর্তে নিজেদের অর্ধে ফ্রিকিক পেল জুভেন্টাস। বুফনের নেওয়া নিস্ফলা ফ্রিকিক থেকে প্রতি আক্রমণে নেইমারের গোলে নিশ্চিত হল বার্সার পঞ্চম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। বার্লিনে ১৪-১৫ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পর আগামীকাল চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে ইউরোপের অন্যতম দুই পাওয়ারহাউজ।
দুই বছর পর বার্সার দলে তেমন একটা পরিবর্তন না আসলেও খোলনলচে বদলে গেছে জুভেন্টাসের। পিরলো, পগবা, তেভেজ, মোরাতাদের জায়গায় এসেছেন খেদিরা, পিয়ানিচ, দিবালা, হিগুয়াইনরা। ওদিকে বার্সেলোনায় আট আটটি সাফল্যমন্ডিত মৌসুম কাটানো দানি আলভেজ আজ খেলবেন মেসি, ইনিয়েস্তাদের বিপক্ষে। মৌসুমের অন্যতম বড় ম্যাচের আগে দুই ম্যানেজারই প্রতিপক্ষকে সর্বোচ্চ সম্মান দিলেও কথার লড়াইটা প্রায় একাই চালিয়ে যাচ্ছেন পাওলো দিবালা। লিগ টেবিলের শীর্ষে আছে তুরিনের বুড়িরা, পৌঁছে গেছে ইতালিয়ান কাপের ফাইনালেও। এসব কিছুকেই পুঁজি করে দিবালা বলেছেন, “আমার মনে হয় ম্যাচে ফেবারিট আমরাই। দল দারুণ ফর্মে আছে, আর জুভেন্টাস স্টেডিয়ামে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি”। অবশ্য দিবালার কথায় যুক্তিও আছে বটে। বুফন থেকে শুরু করে দিবালা- সবার সম্মলিত প্রচেষ্টাতেই এগুচ্ছে তুরিনের বুড়িরা। জুভেন্টাস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ২১ ম্যাচে অপরাজিত আছেন অ্যালেগ্রির শিষ্যরা। লিগে নিজেদের মাঠে টানা ৩২টি ম্যাচ জিতেছে তারা। বার্সার অবস্থা কিছুটা বেগতিকই বলা চলে। মাদ্রিদ ডার্বিতে রিয়াল পয়েন্ট খোয়ালেও মালাগার কাছে হারায় লিগের স্বপ্নটা আরেকটু ফিকে হয়ে গেল কাতালানদের।
ফর্মের পাশাপাশি সর্বোচ্চ শক্তির দল নামানোর দিক দিয়েও জুভেন্টাসের চেয়ে পিছিয়ে আছে বার্সা। ইঞ্জুরির কারণে আগেই ছিটকে গেছেন তুরান, ভিদাল, রাফিনহা। মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে এসেছে বুস্কেটসের বহিষ্কারাদেশ। সেক্ষেত্রে ইনিয়েস্তা, রাকিটিচের পাশে দেখা যেতে পারে আন্দ্রে গোমেজকেই। দল নির্বাচনে অবশ্য এত মাথাব্যথা নেই জুভেন্টাসের। ইঞ্জুরির কারণে ম্যাচটি মিস করবেন কেবল মার্কো পিয়াৎজা।
সম্ভাব্য একাদশঃ
জুভেন্টাস(৪-২-৩-১): বুফন, দানি আলভেস, কিয়েল্লিনি, বনুচ্চি, অ্যালেক্স সান্দ্রো; খেদিরা, মার্কিসিও; কুয়াদ্রাদো, পিয়ানিচ, দিবালা; হিগুয়াইন
বার্সেলোনা (৩-৪-৩): টার স্টেগেন, উমতিতি, পিকে, মাসচেরানো; রবার্তো, গোমেজ, রাকিটিচ, ইনিয়েস্তা; মেসি, সুয়ারেজ, নেইমার।
অন্য ম্যাচটিতে মুখোমুখি হবে ডর্টমুন্ড ও মোনাকো। গার্দিওলার সিটিকে বিস্ময়করভাবে বিদায় করে গত তিন মৌসুমের মাঝে দুবার শেষ আটে জায়গা করে নিল ফ্যালকাওয়ের দল। ইউরোপের অন্যতম টপস্কোরিং দুই দলের মধ্যকার লড়াইটা বেশ জম্পেশই হবে- এমনটাই মানছেন একাধিক ফুটবলপন্ডিত।
ডর্টমুন্ড-মোনাকো যত আলোই ছড়াক না কেন, দিনশেষে মুখে মুখে ফিরবে জুভেন্টাস-বার্সা ম্যাচটির ইতিকথাই। কাতালানদের চিরশত্রু রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘদিন খেলেছিলেন খেদিরা, হিগুয়াইন। একসময়ের শত্রুপক্ষকে হারাতে আলাদা এক উদ্দীপনা নিয়েই নামবে এই দুজন। দুই বছর আগে ফাইনালে হারের প্রতিশোধটা নিতে তেতে থাকবে তুরিনের বুড়িরা। হিগুয়াইন, দিবালারা কি পারবেন বার্সাকে রুখে দিতে? নাকি এমএসএন ত্রিফলায় বিদ্ধ হয়ে হার মানবে আরো এক ইউরোপীয়ান জায়ান্ট? সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১২:৪৫ ম্যাচটির পর। হাই ভোল্টেজ ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ১।