'শত্রু' আছে বুফনের ঘরেই!
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলায় আজ রাতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও জুভেন্টাস। স্প্যানিশ আর ইতালিয়ান চ্যাম্পিয়নদের দ্বৈরথের আগে জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন পূর্ণ সমীহই দেখাচ্ছেন শক্ত প্রতিপক্ষের প্রতি। সঙ্গে এও জানাচ্ছেন, শত্রু শিবিরের আক্রমণভাগের ত্রিফলা মেসি, সুয়ারেজ, নেইমারের (এমএসএন) অন্ধ ভক্ত খোদ তাঁর ছেলেই।
ম্যাচের আগের সংবাদ সম্মেলনে হাসতে হাসতেই বুফন জানাচ্ছিলেন ছেলের পছন্দের কথা, “শত্রু তো আছে আমার ঘরেই। আমার ছেলে মেসি, নেইমার, সুয়ারেজদের অনেক বড় ভক্ত। ব্যাপারটা আমি উপভোগই করি। এর মানে হচ্ছে ওর পছন্দ আছে। আমি ওঁকে বলেছি যে মেসি কখনও আমার বিপক্ষে গোল করতে পারে নি, কিন্তু এতোবার মেসির মুখোমুখি হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি।”
এমএসএনে বার্সেলানার আক্রমণভাগ গোটা বিশ্বেই অতুলনীয় হয়ে গেছে মন্তব্য করে বুফন বলছেন, এমন তিনজনকে যে কোনো কোচই নিজের দলে পেতে চাইবেন। এমন একটা ম্যাচে এই তিনজনের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হওয়ার পাশাপাশি নিজেকে কিছুটা নার্ভাস বলেও স্বীকার করছেন ক্যারিয়ারে ১০০০ ম্যাচ খেলে ফেলা এই কিংবদন্তী গোলরক্ষক।