• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    মোনাকো ভক্তদের থাকার ব্যবস্থা করবে ডর্টমুন্ড ভক্তরা!

    মোনাকো ভক্তদের থাকার ব্যবস্থা করবে ডর্টমুন্ড ভক্তরা!    

    যেই স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচের অপেক্ষায় ছিল সবাই, সেখানেই জেগে উঠেছিল শঙ্কার মেঘ। সিগনাল ইদুনা পার্কে ঢোকার আগে ১০ কিলোমিটার দূরে বিস্ফোরণ হয়েছে ডর্টমুন্ডের বাসে। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা, আজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি। ফলে সফরকারী দল মোনাকোর ভক্তদের সেখানে বাড়তি একদিন অবস্থান করতে হচ্ছে। ডর্টমুন্ড ভক্তরা তাই ঘোষণা দিয়েছেন, ওই ভক্তদের থাকার ব্যবস্থা করবেন তাঁরা। 

    মোনাকোর কয়েক হাজার ভক্ত ম্যাচের আগের দিনই ডর্টমুন্ডে চলে এসেছিলেন। অনেকেরই হয়তো ম্যাচ শেষেই ঘরে ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু অপ্রত্যাশিত ওই ঘটনার জন্য আরও একদিন জার্মানিতে থাকতে হচ্ছে। এই পরিস্থিতিতে ডর্টমুন্ড ভক্তরা বলেছেন, চাইলে মোনাকো ভক্তরা তাঁদের বাড়িতে এসেও থাকতে পারে ম্যাচের আগে। যেকোনো প্রয়োজন হলেই মোনাকো ভক্তরা তাঁদের পাশে পাবে বলেই আশ্বস্ত করা হয়েছে। অনেকেই নিজেদের বাড়িতে নিয়ে গিয়েছেন মোনাকো থেকে আসা ভক্তদের, একসাথে রাতের খাবারও খেয়েছেন।

     

     

    এদিকে বিস্ফোরণের খবর স্টেডিয়ামে পৌঁছানোর পর অনেকটাই মুষড়ে পড়েছিলেন দর্শকরা। সেই সময় মোনাকো ভক্তরা ‘ডর্টমুন্ড ডর্টমুন্ড’ বলে পুরো স্টেডিয়ামকে মুখরিত করে তোলেন। করতালির মাধ্যমে এটাকে সাধুবাদও জানানো হয় ডর্টমুন্ডের পক্ষ থেকে। দুই দলের ভক্তরাই এরপর একত্রে দাঁড়িয়ে সমবেদনা জানিয়েছেন আহত হওয়ার ডর্টমুন্ডের ফুটবলারদের জন্য।