'ম্যাচটা দুঃস্বপ্নের মতো ছিল'
প্যারিসের দুঃস্মৃতি যেন ফিরে এসেছিল তুরিনে। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে পিএসজির বিপক্ষে ৪-০ গোলের সেই পরাজয়ের পর আবারো প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে বড় ব্যবধানে হেরেছে বার্সেলোনা। গতকাল জুভেন্টাসের মাঠে ৩-০ গোলের পরাজয়ের পর বার্সা কোচ লুইস এনরিকে বলছেন, ম্যাচটা তাঁর কাছে অনেকটা ‘দুঃস্বপ্নের’ মতোই ছিল।
পাওলো দিবালার জাদুতে ২২ মিনিটেই ২-০ গোলে পিছিয়ে যায় বার্সা। এরপর ম্যাচে ফেরার কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি মেসি-ইনিয়েস্তারা। পরে আরও এক গোল খেয়ে শোচনীয় পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়। পরাজয়ের সব দায়ভার নিজের কাঁধেই নিচ্ছেন এনরিকে, “পুরোটাই একটা দুঃস্বপ্নের মতো ছিল। বিশেষ করে প্রথমার্ধ তো আমি মাথা থেকে সরাতেই পারছি না! আমি এই পরাজয়ের শতভাগ দায়ভার নিচ্ছি। অনেকগুলো ভালো সুযোগ নষ্ট করেছি আমরা, যা খুবই হতাশাজনক। এই ব্যাপারে আসলে বেশিকিছু বলার নেই।”
ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের সেই অতিমানবীয়ও প্রত্যাবর্তনের কথা ভোলেননি কেউই। এবারো কি এরকম কিছুই ঘটবে? এনরিকের মতে, জুভেন্টাসের বিপক্ষে ওভাবে ফিরে আসাটা কঠিন হবে, “গতবারের মতো ফিরে আসাটা সহজ হবে না। পিএসজির বিপক্ষে যা হয়েছে, জুভেন্টাসের সাথে সেটা হওয়া বেশ কঠিনই । তবে আমরা ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টাই করব।”