• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    কিক অফের আগেঃ এবার প্রতিশোধ নিতে পারবে বায়ার্ন?

    কিক অফের আগেঃ এবার প্রতিশোধ নিতে পারবে বায়ার্ন?    

    ২০১৩-১৪ চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমের সেমিফাইনাল। মুখোমুখি ইউরোপের দুই পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। প্রথম লেগ ১-০ ব্যবধানে জিতলেও চাপটা বেশি ছিল রিয়ালের ওপরই। একে তো প্রতিপক্ষ গার্দিওলার বায়ার্ন, ওদিকে জার্মান ঘাটি রিয়ালের জন্য রীতিমত বধ্যভূমি। কিন্তু টানা তিনবার সেমি থেকে বাদ পড়া রিয়ালকে আর আটকানো গেল না সেবার। রামোস, রোনালদোর জোড়া গোলে বায়ার্নকে তাদেরই মাঠে ০-৪ গোলে বিধ্বস্ত করলেন রোনালদোরা। ১২ বছরের ফাইনালখরা কাটিয়ে সেবার পরম অরাধ্য ‘লা ডেসিমা’ও জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ।

     

    মিউনিখের সেই বিখ্যাত রাতের প্রায় তিন বছর হয়ে গেছে। তিন মৌসুম পর আবারো মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন-রিয়াল। আজকের এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো একে অপরের সম্মুখীন হবেন ‘শিক্ষক’ আনচেলত্তি এবং ‘ছাত্র’ জিদান। কিংবদন্তীতুল্য এই ইতালীয়ানের সহকারী হিসেবে রিয়ালের লা ডেসিমা জয় দেখেছিলেন ‘জিজু’, নিজে ম্যানেজার হয়ে জিতিছিয়েন ‘লা উনদেসিমা’। দু দলেই এসেছে ব্যাপক পরিবর্তন। আঞ্চেলত্তির পাশাপাশি মধ্যমাঠের সেনানী জাবি আলোনসোও যোগ দিয়েছেন ‘বাভারিয়ান’ শিবিরে। ওদিকে বায়ার্নের লালের বদলে রিয়ালের শ্বেতশুভ্র জার্সি গায়ে জড়িয়েছেন টনি ক্রুস।

     

     

    ইউরোপসেরার দৌড়ে একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করছে দু দলই। বায়ার্নের সিইও কার্ল-হেইঞ্জ রুমেনিগে বলেছেন, “সবদিক দিয়েই এখনো রিয়াল আমাদের চেয়ে এগিয়ে”। পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোকে জার্ড ‘বম্বার’ মুলারের সাথে তুলনা দিতেও কার্পণ্য করেননি রুমেনিগে। ওদিকে বায়ার্নের ‘ঘরের ছেলে’ ক্রুসও যথাযথ সম্মানই দিচ্ছেন সাবেক ক্লাবকে। বলেছেন, “বায়ার্নের ইউরোপের সেরা তিনটি ক্লাবের একটি। তাদের বিপক্ষে খেলতে পারাটা অত্যন্ত সম্মানের”।

     

    হাইভোল্টেজ এই ম্যাচে দু দলেই আছে একাধিক ইঞ্জুরিজনিত সমস্যা। লিগামেন্ট ইঞ্জুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে জার্মান সেন্টার ব্যাক ম্যাটস হামেলসের। তার জায়গায় নামবেন স্প্যানিশ তারকা হাভি মার্টিনেজ। ডর্টমুন্ডের বিপক্ষে কাঁধে আঘাত পাওয়া লেওয়ানডস্কিকে ঘিরেও আছে শঙ্কার কালোমেঘ। অবশ্য কিছুটা সুখবরও আছে বায়ার্নের জন্য। ইনজুরি কাটিয়ে ট্রেনিং-এ ফিরেছেন নয়্যার, মুলার, কস্তা। রিয়ালের মূল চিন্তা রক্ষণভাগে। ভারানের পর মাঠের বাইরে চলে গেছেন পেপেও। ফলশ্রুতিতে রামোসের পাশে আজ দেখা যাবে স্প্যানিশ তরুণ নাচোকে।

     

     

    সম্ভাব্য একাদশঃ

     

    বায়ার্ন মিউনিখ (৪-২-৩-১):  নয়্যার, লাম, মার্টিনেজ, বোয়াটেং, আলাবা; আলোনসো, ভিদাল; রবেন, থিয়াগো, রিবেরি; মুলার।

     

    রিয়াল মাদ্রিদ (৪-৩-৩):  নাভাস; কারভাহাল, নাচো, রামোস, মার্সেলো; ক্রুস, ক্যাসেমিরো, মদ্রিচ; বেল, বেনজেমা, রোনালদো।

     

    হাজারো ইনজুরি ঝামেলার পরও আজ পুরো ফুটবলবিশ্ব থেমে যাবে এই দুই মহারথীর লড়াইয়ের সময়। টানা ৫২ ম্যাচ জাল খুঁজে পাওয়া রিয়াল বায়ার্নের মাঠে ১১ দেখায় গোল পায়নি মাত্র একবার। ওদিকে ২২ দেখায় রিয়ালের জয় ৯টিতে, বায়ার্ন জিতেছে ১১টি। তিন বছর আগের সেই ম্যাচে ধ্বংসাত্মক ফর্মে ছিলেন বেল, বেনজেমা, রোনালদো। চলতি মৌসুমজুড়ে ফর্মহীনতায় ভুগছেন তিনজনই। বায়ার্ন বাধা টপকাতে ‘বিবিসি’র দিকেই তাকিয়ে থাকবে রিয়ালের সমর্থকেরা। বেল, রোনালদোরা কি পারবেন সঠিক সময়ে জ্বলে উঠতে? নাকি রোবেন, রিবেরি, মুলারে বধ হয়ে বিদায়ের ঘন্টা বাজবে ‘লস ব্লাঙ্কোস’দের? এতশত প্রশ্নের উত্তর মিলবে আজ আলিয়াঞ্জ অ্যারেনাতে বাংলাদেশ সময় রাত ১২:৪৫ মিনিটের ম্যাচের পর। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ২।