• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    পুলিশি পাহারায় মাঠে যাবে রিয়াল

    পুলিশি পাহারায় মাঠে যাবে রিয়াল    

    বরুশিয়া ডর্টমুন্ডের টিম বাসে হামলার ঘটনা নড়িয়ে দিয়েছে পুরো ফুটবল বিশ্বকেই। গতকাল খেলা পরিত্যক্ত হলেও একদিন বাদেই সিগনাল ইদুনা পার্কে ডর্টমুন্ড খেলতে নামবে মোনাকোর বিপক্ষে। আর ওই ম্যাচে শুরুর দুই ঘন্টা পর মিউনিখে অ্যালেয়াঞ্জ অ্যারিনায় শুরু হবে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের খেলা। 

    গতকালের ঘটনার পর ফুটবল মাঠে খেলোয়াড়দের নিরাপত্তার ব্যাপারটা  নতুন করে খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে উয়েফা। তার আগে অবশ্য আজকের বায়ার্ন-রিয়াল ম্যাচের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে আরও পুলিশ নিয়োগের ব্যবস্থা নিয়েছে মিউনিখ ফেডারেল পুলিশ।

    এই ম্যাচের আগে নির্দিষ্ট কোনো হুমকির কথা উড়িয়ে দিলেও নিরাপত্তা ব্যবস্থায় এসেছে ব্যাপক পরিবর্তন। মাঠে পুলিশের সংখ্যায়ও বাড়ানো হয়েছে। প্রথমে ৩৭০ জন অফিসার থাকার কথা থাকলেও পরে তা বাড়িয়ে করা হয়েছে ৪৫০।

    জার্মান পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার সাথে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষও নিয়েছে কিছু সতর্কতামূলক ব্যবস্থা। অ্যালিয়াঞ্জ অ্যারিনায় রিয়াল মাদ্রিদের টিম বাস পরীক্ষা করা হবে বোমা সন্ধানী কুকুর দিয়ে। বাসে জানালার পাশের সিটে বসার ব্যাপারেও সতর্ক করা হয়েছে খেলোয়াড়দের। আর প্রথমবারের মতো হিলটন হোটেল থেকে স্টেডিয়াম পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার পুরোটাতেই থাকবে পুলিশি পাহারা।