• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'ডর্টমুন্ডকে গুরুত্ব দেয়নি উয়েফা'

    'ডর্টমুন্ডকে গুরুত্ব দেয়নি উয়েফা'    

    ম্যাচের মাত্র দেড় ঘণ্টা আগেই বাসে বিস্ফোরণ ঘটে। ঘটনার আকস্মিকতায় হতবিহবল বরুসিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা সাথে সাথেই ফিরে গিয়েছিলেন হোটেলে। স্থগিত হয়ে যাওয়া ম্যাচটি ২৪ ঘণ্টা পরেই অনুষ্ঠিত হয়েছে। তবে ওই ঘটনার পর এত দ্রুত ম্যাচ আয়োজনে মোটেও খুশি হতে পারেননি ডর্টমুন্ড কোচ টমাস টুখেল। তাঁর মতে, এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে উয়েফা ডর্টমুন্ডের কথা একবার ভেবেও দেখেনি!  

     

    টুখেল জানালেন, ম্যাচ আয়োজনের ব্যাপারে ডর্টমুন্ডের সাথে কোনো যোগাযোগই করেনি উয়েফার কর্মকর্তারা, “ আমাদের একবারও জিজ্ঞাসা করা হয়নি এই ব্যাপারে। আমরা একটা মেসেজ পেয়েছিলাম উয়েফা থেকে, “আপনারা কাল খেলার জন্য তৈরি থাকুন”। এটা দেখার পর নিজেদের খুব অসহায় লেগেছে। তাঁরা আমাদের সাথে এমন ব্যবহার করেছে যেন আমাদের বাসে বিয়ার ছোড়া হয়েছে! আমাদের আরও সময় দরকার ছিল। ফুটবলই সবকিছু নয়। এরকম সিদ্ধান্ত থেকেই বোঝা যায় কার প্রতি কেমন গুরুত্ব দেওয়া হয়েছে। ”

     

     

    এদিকে ডর্টমুন্ড মিডফিল্ডার নুরি শাহিন কিছুতেই ওদিনের ঘটনা ভুলতে পারছেন না, “ আমরা ফুটবল ভালোবাসি, এটা থেকে অর্থও আসে। কিন্তু আমরাও মানুষ। ফুটবলের চেয়েও বড় কিছু আছে জীবনে। ম্যাচের দ্বিতীয়ার্ধের আগ পর্যন্ত আমি ফুটবল নিয়ে ভাবতেই পারছিলাম না! সেদিন বাসে যা হয়েছে, সেটা ভুলতে পারছি না কিছুতেই। সতীর্থদের ভীত মুখগুলো এখনো চোখের সামনে ভাসছে।”

    ম্যাচে ৩-২ গোলে জয় পেয়েও খুশি হতে পারছেন না মোনাকো কোচ লিওনার্দো জারডিম, “আগের দিন যা হয়েছে, তাতে এই ম্যাচের ফলাফল কেউ মন রাখবে না।  ফুটবল খেলার মতো অবস্থা ছিল না আজ, প্রস্তুতিও এক রকম ছিল না। ওই ঘটনার পর ফুটবলাররা তাঁদের পরিবারের সাথে বারবার যোগাযোগ করেছে। সবকিছু মিলিয়ে তাঁদের মনঃসংযোগও স্বাভাবিক অবস্থায় ছিল না।”