• চ্যাম্পিয়নস লিগ
  • " />

     

    'ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় মুহূর্ত'

    'ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় মুহূর্ত'    

    সিগনাল ইদুনা পার্কে যাওয়ার সময় মোনাকোর ফরোয়ার্ডদের সামলানোর ছকই হয়তো কষছিলেন। তবে মুহূর্তেই বদলে গেলো পুরো পরিস্থিতি। কোয়ার্টার ফাইনালের মাত্র দেড় ঘণ্টা আগেই বিস্ফোরণ হয় বরুশিয়া ডর্টমুন্ডের বাসে। সেই সময় আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় ডর্টমুন্ড লেফটব্যাক মার্ক বার্ত্রাকে। ঘটনার ৩ দিন পর বার্ত্রা জানিয়েছেন, ওটা ছিল তাঁর জীবনের সবচেয়ে বিভীষিকাময় অনুভূতি।

     

    গুরুতর কিছু না হলেও মোনাকোর বিপক্ষে মাঠে নামতে পারেননি।  বার্ত্রা জানালেন, বাসের বিস্ফোরণের ওই মুহূর্ত কিছুতেই ভুলতে পারছেন না, “ ওই ১৫ মিনিট আমার জীবনের দীর্ঘতম মুহূর্তের একটি ছিল। কিছুতেই ব্যাপারটা মাথা থেকে সরাতে পারছি না। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আমার পরিবারের সবাই ছুটে এসেছে। তাঁদের চোখেমুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। সবাইকে বলতে চাই, ধীরে ধীরে আমি স্বাভাবিক হচ্ছি। সবার সহযোগিতা আমাকে সাহস যোগাচ্ছে।”

     

     

    সুস্থ হয়ে দ্রুতই মাঠে ফেরার ইচ্ছার কথাই জানিয়েছেন বার্ত্রা, “যত তাড়াতাড়ি সম্ভব আমি খেলায় ফিরতে চাই। হাসপাতালের ডাক্তার, নার্সসহ সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। ভক্ত, মিডিয়া এবং মোনাকোর সবাইকেও ধন্যবাদ জানাই। নিজের আঘাতের চিহ্ন দেখে আমার গর্ব হয়। সেদিন আরও ভয়াবহ কিছু হতে পারতো, সেটা হয়তো আমার ওপর দিয়েই গিয়েছে! আমরা সবাই শান্তি চাই।”