বায়ার্নের বিপক্ষে থাকছেন না বেল
সপ্তাহটা মৌসুমের ভাগ্য নির্ধারণী বলাই যায়। বায়ার্ন মিউনিখের সাথে চ্যাম্পিয়নস লিগ ম্যাচ মঙ্গলবার, এরপর রবিবার ক্ল্যাসিকো। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে পায়ে চোট নিয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেল। অন্তত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগের ম্যাচে খেলা হচ্ছে না তাঁর নিশ্চিতভাবেই।
বায়ার্নের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। কিন্তু পায়ে অস্বস্তি নিয়ে ৫৯ মিনিটে মাঠ ছেড়ে যাওয়া বেল রিয়াল সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন। ডাক্তারি পরীক্ষা শেষে জানা গেল, পায়ের মাংশপেশীতে চোটটা অবহেলা করার মতো নয়। গত ফেব্রুয়ারিতেই লম্বা সময় পর অ্যাংকেল ইনজুরি থেকে ফেরা ওয়েলসম্যানকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চান না কোচ জিদান। আর তাই বায়ার্নের বিপক্ষে ফিরতি লেগের ম্যাচে বেলকে বিশ্রামে রাখা হচ্ছে। তবে রবিবার বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে পারবেন কিনা- সেটা এখনই বলা যাচ্ছে না।
এদিকে বেলের বদলি হিসেবে কাকে খেলানো হতে পারে- সে নিয়েও চলছে জল্পনা। চলতি মৌসুমে রিয়ালের ঈর্ষনীয় রিজার্ভ বেঞ্চে বিকল্পের সংখ্যাটা নেহায়েত কম নয়। ইস্কো, এসেনসিও, লুকাস ভাসকেজদের মধ্য থেকে একজনকে বেছে নেয়াটা মধুর সমস্যাই হয়ে দাঁড়াতে পারে জিদানের জন্য।