পিএসজির ভুল থেকে জুভেন্টাসকে শিক্ষা নিতে বললেন দিবালা
প্রথম লেগে ৪-০ গোলে জয়ের পরে পিএসজি কি ঘুরনাক্ষরেও ভেবেছিল ন্যু ক্যাম্পে ওরকম ‘অতিমানবীয়’ কান্ড ঘটিয়ে ফেলবে মেসিরা? হয়তো না। ডি মারিয়াদের মতো পাওলো দিবালার জুভেন্টাসও ঘরের মাঠে বার্সাকে বড় ব্যবধানে হারিয়ে সেমির পথে একধাপ এগিয়ে গেছে। আগামীকাল বার্সার মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামবে জুভরা। ম্যাচের আগে দিবালা বলছেন, পিএসজি সেদিন যে ভুলগুলো করেছিল, জুভেন্টাসকে সেগুলো থেকে শিক্ষা নিতে হবে।
৩-০ গোলের জয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে রয়েছে তুরিনের বুড়িরা। দিবালা মনে করেন, সেমিতে ওঠার রাস্তাটা এখনো কঠিন, “বার্সেলোনা এখনো শেষ হয়ে যায়নি। ৩-০ গোলে পিছিয়ে থাকলেও তাঁদেরকে দুই লেগ মিলে হারিয়ে সেমিতে ওঠা কঠিন কাজ। পিএসজির ম্যাচে যা হয়েছে সেটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। পিএসজি যেসব ভুল করেছিল ন্যু ক্যাম্পে সেগুলো করলে বিপদ ঘটবেই।”
আগামীকাল ন্যু ক্যাম্পে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বার্সা-জুভেন্টাস। প্রথম লেগে দিবালার জোড়া গোলেই পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল এনরিকের দলকে।